৪৬ কোটি টাকা খরচের পরের ভদ্রা নদী

By স্টার অনলাইন রিপোর্ট

৪৬ কোটি টাকা খরচে পুনঃখননের ২ বছরের মধ্যেই পলি জমে ভরাট হয়ে নালায় পরিণত হয়েছে নদীটি। ফলে জলাবদ্ধতাসহ নদীর আশপাশে ফসল ফলাতে পানি সংকটে পড়েছেন স্থানীয় কৃষক।

ছবিটি সম্প্রতি খুলনার ডুমুরিয়া উপজেলার খরনিয়া এলাকার ভদ্রা নদী থেকে তুলেছেন দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী হাবিবুর রহমান।