অস্ট্রিয়ায় বঙ্গবন্ধু মেমোরিয়াল ক্রিকেটে সিলেট এক্সপ্রেস চ্যাম্পিয়ন

By স্টার অনলাইন ডেস্ক

অস্ট্রিয়ায় প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে দ্বিতীয় বঙ্গবন্ধু মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্টে সিলেট এক্সপ্রেস চ্যাম্পিয়ন ও ভিয়েনা টাইগার্স রানার আপ হয়েছে। স্থানীয় সময় সোমবার রাজধানী ভিয়েনায় সিবার্ন ক্রিকেট গ্রাউন্ডে টুর্নামেন্টের ফাইনালে সিলেট এক্সপ্রেস ২৮ রানে ভিয়েনা টাইগার্সকে পরাজিত করে।

প্রথমে ব্যাট করতে নেমে সিলেট এক্সপ্রেস তিন উইকেটে ১২৬ রান সংগ্রহ করে। জবাবে  নির্ধারিত আট ওভারে  ভিয়েনা টাইগার্স পাঁচ উইকেটে ৯৮ রান করে।

টুর্নামেন্টের এবং ফাইনালের ম্যাচ সেরা হয়েছেন সিলেট এক্সপ্রেসের মোহাম্মদ জামিল শিমু। এ ছাড়া, নোয়াখালী কিংসের উজ্জ্বল মজুমদার সেরা বোলার, ভিয়েনা টাইগার্সের মাসুদ রহমান, সেরা উইকেট কিপার, সিলেট এক্সপ্রেসের শামীম মোহাম্মেদ সেরা অধিনায়ক, নোয়াখালী কিংসের মোহাম্মদ সুমন ও  সিলেট এক্সপ্রেসের শেখ জহুরুল ইসলাম সেরা টিম ম্যানেজার  এবং  সিলেট এক্সপ্রেস ও বিক্রমপুর স্পোর্টিং ক্লাব যৌথভাবে ফেয়ার প্লে দল নির্বাচিত হয়।

অস্ট্রিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং জাতিসংঘ দপ্তরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি  মোহাম্মদ আবদুল মুহিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন।

এ সময় রাষ্ট্রদূত বলেন, ‘জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি অস্ট্রিয়ার বাংলাদেশি তরুণ প্রজন্মকে ক্রিকেটের প্রতি আকৃষ্ট করার লক্ষ্যে বার্ষিক ইভেন্ট হিসেবে বঙ্গবন্ধু মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্ট অব্যাহত থাকবে।’ 

তিনি জানান, ২০২২ সালে প্রবাসী বাংলাদেশি ক্রিকেটার ইকবাল হোসেন অস্ট্রিয়ান জাতীয় ক্রিকেট দলে খেলার জন্য নির্বাচিত হয়েছেন, যা বাংলাদেশ এবং কমিউনিটির জন্য একটি সম্মান ও গৌরবের বিষয়।

সমাপনী অনুষ্ঠানে মিশন উপপ্রধান রাহাত বিন জামান, সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম, বাংলাদেশ ক্রিকেট ক্লাব অস্ট্রিয়ার প্রেসিডেন্ট জাফর ইকবাল বাবলু, বাংলাদেশ ক্রিকেট ক্লাব অস্ট্রিয়ার সেক্রেটারি আরিফ খান, রাহাত বিন শহীদসহ প্রবাসী বাংলাদেশি সংগঠকরা উপস্থিত ছিলেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে এবং বাংলাদেশ ক্রিকেট ক্লাব অস্ট্রিয়ার পরিচালনায় আয়োজিত এ টুর্নামেন্টে প্রবাসী বাংলাদেশিদের পাঁচটি দল অংশ নেয়।