অস্ট্রেলিয়ায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মদিন উদযাপিত
অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় জাতির পিতা শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৯১তম জন্মদিন উদযাপিত হয়েছে।
গতকাল শনিবার এ উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ হাইকমিশন। অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। এরপর ছিল আলোচনা সভা। বক্তারা এসময় বেগম মুজিবের ধৈর্য, প্রজ্ঞা ও দেশপ্রেমের বিভিন্ন উদাহরণ তুলে ধরেন।
তারা বলেন, বঙ্গমাতা নিজে সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত না থেকেও দেশের নানা ক্রান্তিলগ্নে যে রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছেন, তা বাংলাদেশের ইতিহাসে বিরল। দেশ ও পরিবারের নানা সংকটে একজন মহীয়সী নারীর ভূমিকা পালন করেছেন তিনি।
হাইকমিশনার সুফিউর রহমান ১৫ আগস্টের ভয়াল রাতে জাতির জনকসহ নিহত সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, 'নিভৃতচারী এবং প্রচারবিমুখ বঙ্গমাতা ফজিলাতুন্নেসা বঙ্গবন্ধুকে দেশ ও জাতির সেবা করার জন্য উৎসর্গ করেছিলেন। বঙ্গমাতার ত্যাগ আমাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হবে। তার ত্যাগের কারণেই একজন নেতা সমগ্র জাতির মুক্তির সংগ্রামে নিজেকে নিবেদন করার অনুপ্রেরণা পেয়েছিলেন।'
তিনি আরও বলেন, 'শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধু হয়ে ওঠার পেছনেও তার অবদান ছিল অনস্বীকার্য। রাষ্ট্রপ্রধানের সহধর্মিণী হয়েও বঙ্গমাতা খুব সাধারণ জীবনযাপন করেছেন।'
অনুষ্ঠানে শেখ ফজিলাতুন্নেসা মুজিবকে নিয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নির্মিত স্মৃতিচারণমূলক তথ্যচিত্র প্রদর্শন করা হয়।