অস্ট্রেলিয়ায় বাসভূমি আয়োজিত সম্প্রীতি সমাবেশ
দেশের বিভিন্ন জেলায় হিন্দু সম্প্রদায়ের ওপর সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে অস্ট্রেলিয়ার সিডনিতে একটি সর্বদলীয় নাগরিক সমাবেশ এবং প্রতিরোধ র্যালির আয়োজন করা হয়।
আজ রোববার 'বাসভূমি' আয়োজিত এই প্রতিবাদ সমাবেশে অস্ট্রেলিয়ার ৪৬টি বাংলাদেশি সংগঠন অংশ নেয়।
সমাবেশে সবার সম্মতিতে বাংলাদেশ সরকারকে হিন্দুদের সুরক্ষার জন্য কয়েকটি সুপারিশ করা হয়। সুপারিশ সেগুলো হলো, হামলার একটি সম্পূর্ণ, নিরপেক্ষ এবং স্বাধীন তদন্ত শুরু করা এবং এই তদন্তের ফলাফল প্রকাশ; হিন্দুদের বিরুদ্ধে নৃশংসতা ও সহিংসতাকারী অপরাধীদের বিচারের জন্য একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা; সামাজিক অবস্থান বা রাজনৈতিক সংশ্লিষ্টতা নির্বিশেষে হামলার সব অপরাধীকে বিচারের আওতায় আনা; ক্ষতিগ্রস্থদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া এবং ক্ষতিগ্রস্ত ধর্মীয় স্থান, বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের পুনর্নির্মাণ; হিন্দুদের সুরক্ষার জন্য বিশেষ আইন প্রণয়ন এবং বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের জন্য একটি পৃথক মন্ত্রণালয় প্রতিষ্ঠা
বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার সভাপতি ড. রতন কুণ্ডু সমাবেশে সভাপতিত্ব করেন। অনুষ্ঠাটি সার্বিকভাবে পরিচালনা ও সঞ্চালনা করেন বাসভূমির কর্ণধার আকিদুল ইসলাম।
জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে হামলার ঘটনায় নিহত ও আহতদের উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এ ছাড়া, সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর সংগীত পরিবেশন করেন মিসেস নিলুফা ইয়াসমিন ও ফারিয়া আহমেদ এবং বিপ্লবী ছড়া পাঠ করেন সুহৃদ সোহান হক।
সমাবেশে বক্তব্য রাখেন, এনায়েতুর রহিম, ড. সিরাজুল হক, রফিক উদ্দিন, ড. রফিক ইসলাম, ড. খায়রুল চৌধুরী, ড. নিজাম উদ্দিন আহমেদ, মো. আব্দুল মতিন, নাঈম আব্দুল্লাহ, ফজলুল হক শফিক, আসলাম মোল্লা, আবুল হোসেন আব্দুল খান রতন, মেহেদী হাসান কচি, নির্মল পাল, আকাশ দে, দেলোয়ার হোসেন, শুভা শেঠি, মাসুদ চৌধুরী, মোবারক হোসেন, বিনয় সাহা, মিতা দে, এ কে এম এমদাদ হোসেন, ওসমান গনি, বিলকিস জাহান, মুস্তাফিজ তালুকদার মঞ্জু, উদয় শঙ্কর বড়ুয়া, পূরবী পারমিতা বোস, আব্দুস সালাম, মিতা দে, জাকারিয়া মামুন স্বপন, দিদার হোসেন, রণজিৎ দাশ ও স্বপ্নিল দে প্রমুখ।