ইউরোপিয়ান জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জামান, সাধারণ সম্পাদক অনুরূপ

By স্টার অনলাইন রিপোর্ট

ইউরোপের ফিনল্যান্ডভিত্তিক ইউরোপিয়ান জার্নালিস্ট নেটওয়ার্কের (ইজিএন) সভাপতি নির্বাচিত হয়েছেন ভূঁইয়া এন জামান এবং সাধারণ সম্পাদক অনুরূপ কান্তি দাশ টিটু।

এই দুই ফিনল্যান্ড প্রবাসী সাংবাদিকের জন্মস্থান চট্টগ্রাম।

সম্প্রতি ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে অনুষ্ঠিত ইজিএনয়ের অতিরিক্ত সাধারণ সভায় নতুন কমিটি নির্বাচন করা হয়।

কমিটিতে এড্রিয়ান সতোকে অর্থ, মোহাম্মদ শামসুদ্দিনকে গণমাধ্যম ও জনসংযোগ, পের্তি উলিকোইয়ালাকে আন্তর্জাতিক সংগঠন সংযোগ বিভাগ এবং ইকে চাইমকে বোর্ড সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

১৯৬৮ সালে প্রতিষ্ঠিত ইউরোপিয়ান জার্নালিস্ট নেটওয়ার্ক (ইজিএন) ইউরোপিয়ান সাংবাদিক অ্যাসোসিয়েশন স্বীকৃত সংগঠন।

ইজিএন'র নবগঠিত কমিটির সভাপতি ভূঁইয়া এন জামান ফিনল্যান্ড থেকে পরিচালিত একমাত্র বাংলা অনলাইন নিউজপোর্টাল সংবাদ২১ ডটকমের সম্পাদক এবং সাধারণ সম্পাদক অনুরূপ কান্তি দাশ টিটু ফটোসাংবাদিক।