জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিন প্রয়োগ স্থগিত করল স্লোভেনিয়া

By রাকিব হাসান রাফি

জনসন অ্যান্ড জনসন উদ্ভাবিত এক ডোজের করোনা ভ্যাকসিনের প্রয়োগ সাময়িকভাবে স্থগিত করল মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়া। বুধবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী ইয়ানেজ পোকলুকারের বরাত দিয়ে এ খবর জানিয়েছে স্লোভেনিয়ার প্রভাবশালী ইংরেজি সংবাদমাধ্যম দ্যা স্লোভেনিয়ান টাইমস। টিকা গ্রহণের পর ১৫ দিনের মাথায় ২২ বছর বয়সী এক তরুণীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্যমন্ত্রী ইয়ানেজ পোকলুকার জানান, বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী সাময়িক সময়ের জন্য স্লোভেনিয়ায় জনসন অ্যান্ড জনসন ভ্যাকসিনের প্রয়োগ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি। তবে টিকার পার্শ্বপ্রতিক্রিয়ায় ওই তরুণীর মৃত্যু হয়েছে কিনা সে বিষয়ে এখনও আমরা পুরোপুরি নিশ্চিত নই। বিষয়টি নিয়ে আরও তদন্তের প্রয়োজন।

প্রসঙ্গত, গ্রীষ্মের বিদায়ের সঙ্গে সঙ্গে স্লোভেনিয়াসহ আশেপাশের দেশগুলোতে ক্রমশ করোনা সংক্রমণ বাড়ছে। ওয়ার্ল্ডোমিটারস ডট ইনফো এর তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় স্লোভেনিয়ায় নতুন করে ১ হাজার ৩৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে তিন জনের। দেশটিতে এখন আরটি-পিসিআর পরীক্ষায় নমুনার বিপরীতে শনাক্তের হার ২০ শতাংশের বেশি। বিশেষজ্ঞরা বলছেন, ডেল্টা ভ্যারিয়েন্টের প্রভাবে দেশটিতে নতুন করে করোনা রোগীর সংখ্যা বাড়ছে। তবে আর্থিক লোকসান ও জনজীবনের কথা চিন্তা করে এ মুহূর্তে স্লোভেনিয়ার সরকার লকডাউনে যেতে চাইছে না। সংক্রমণ নিয়ন্ত্রণে প্রাপ্ত বয়স্ক সব নাগরিককে ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করছে দেশটির সরকার।

ইউরোপিয়ান ইউনিয়নের অন্যান্য দেশের মতো স্লোভেনিয়াও ধীরে ধীরে সর্বত্র 'গ্রিন পাস' বাধ্যতামূলক করার পথে হাঁটছে। বিশেষত বার, রেস্টুরেন্ট, কফিশপ, পোস্ট অফিস ও ব্যাংকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রবেশের ক্ষেত্রে গ্রিন পাস কিংবা ৪৮ ঘণ্টা পূর্বের কোভিড নেগেটিভ সনদের প্রয়োজন হয়।

ইউরোপিয়ান মেডিসিন্‌স অ্যাজেন্সি অনুমোদিত জনসন অ্যান্ড জনসনের টিকার এক ডোজে ৬৬ ভাগ সুরক্ষা পাওয়া যায়। অর্থাৎ এক ডোজের টিকা গ্রহণ করার সাথে সাথে গ্রিন পাসের জন্য আবেদন করা যায়। এ কারণেই স্লোভেনিয়ায় দুই ডোজের ফাইজার, মডার্না ও অ্যাস্ট্রোজেনেকার ভ্যাকসিনের তুলনায় জনসন অ্যান্ড জনসনের টিকা বেশি জনপ্রিয়তা পেয়েছিল। এর পরিপ্রেক্ষিতে গত সপ্তাহে দেশটির সরকার পার্শ্ববর্তী হাঙ্গেরি থেকে নতুন করে ১ লক্ষ ডোজ এই টিকা আমদানির ঘোষণা দিয়েছিল। স্লোভেনিয়াতে এখন পর্যন্ত মোট ১ লাখ ২০ হাজার মানুষকে এ টিকা দেওয়া হয়েছে। এর আগেও দেশটিতে জনসন অ্যান্ড জনসনের টিকা নেওয়ার পর মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল।

কয়েক সপ্তাহ আগে জনসন অ্যান্ড জনসনের টিকা নেওয়ার পর ২০ বছরের এক তরুণ ব্রেইন হেমারেজ ও রক্ত জমাট বাঁধার ঘটনা ঘটে। পরে তিনি মারা যান। এক তরুণীর শারীরিক জটিলতা দেখা দেয়। তবে তিনি এখন সুস্থ আছেন বলে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। পৃথিবীর অন্যান্য অনেক দেশে বয়স্ক নাগরিকদের জন্য জরুরিভিত্তিতে এই ভ্যাকসিনের অনুমোদন দেওয়া হয়েছিল। তবে স্লোভেনিয়া মুষ্টিমেয় কয়েকটি দেশের মধ্যে একটি যেখানে ১৮ বছরের ঊর্ধ্বে যেকোনো নাগরিক জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিন নিতে পারেন। অন্তঃসত্ত্বা নারীদের ক্ষেত্রে এই ভ্যাকসিনকে অনুমোদন দেওয়া হয়নি।

এর আগে গত মার্চ মাসে রক্ত জমাট বাঁধার আশঙ্কায় স্লোভেনিয়ার সরকার অ্যাস্ট্রোজেনেকার ভ্যাকসিন প্রয়োগ স্থগিত করেছিল। অ্যাস্ট্রোজেনেকা এবং জনসন অ্যান্ড জনসনের দুটি ভ্যাকসিনই ভাইরাল ভেক্টর ফর্মুলায় তৈরি।

স্লোভেনিয়া সরকারের ভ্যাকসিন কার্যক্রম প্রকল্পের প্রধান উপদেষ্টা বোয়ানা বিওভিচ বলেছেন, জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে আমাদের আরও এক সপ্তাহ গবেষণার প্রয়োজন। এরপর হয়তো বা আমরা নিশ্চিতভাবে বলতে পারব আদৌ এই ভ্যাকসিন প্রয়োগ পুরোপুরিভাবে বন্ধ করা উচিত কি না। তবে বর্তমানে আমরা বায়োএনটেক ও মডার্নার এমআরএনএ ভ্যাকসিনের সাহায্যে টিকাদান কার্যক্রম অব্যাহত রাখতে চাই।

লেখক: শিক্ষার্থী, ইউনিভার্সিটি অব নোভা গোরিছা, স্লোভেনিয়া