জাপানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

By রাহমান মনি

টোকিওতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাপান শাখার আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার শুভেচ্ছা বাণীতে বলেন, এই মহান দিনে জাপান প্রবাসী সবাইকে আমার আহ্বান- যে চেতনায় উদ্বুদ্ধ আমরা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হয়েছিলাম, সেই একই চেতনাকে ধারণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও দেশের স্বাধীনতা রক্ষায় আবার সুদৃঢ় জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। 

তিনি আরও বলেন, বর্তমান সরকারের চরম প্রতিহিংসার শিকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দী রেখে দেশকে আবারও স্বাধীনতা পরবর্তীকালের মতো পরিস্থিতির মুখোমুখি করতে গভীর ষড়যন্ত্র চলছে। এ থেকে উত্তরণে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে আসতে হবে।

japan2.jpg
ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

আজ রোববার (৭ নভেম্বর) টোকিওর কিতা সিটি অজি হোকু তোপিয়া স্কাই হলে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাপান শাখা বিএনপি'র সভাপতি আলহাজ্জ্ব নুর এ আলম নুর আলী।

এ সময় আরও উপস্থিত ছিলেন- প্রধান উপদেষ্টা এমডি এস ইসলাম নান্নু, সহসভাপতি এমদাদুল হক মনি, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন ডিও, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম রনি, কামরুল হাসান পল এবং আফতাব উদ্দিন বেপারী। সভাটি পরিচালনা করেন সহসাংগঠনিক সম্পাদক নূর খান রনি।

সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম), করোনায় মৃতদেরসহ স্বাধিকার আন্দোলনে নিহত এবং মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

এ ছাড়াও, বিএনপি কেন্দ্রীয় নেতা গয়েশ্বর রায়, ইকবাল মাহমুদ টুকু, হাবিবুর রহমান হাবিব, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, এহসানুল হক মিলন, জাপান বিএনপি'র সাবেক সভাপতি খান মনি এবং যুক্তরাজ্য বিএনপি'র সভাপতি এম এ মালে এসিডেন, বিএনপির উপদেষ্টা মহিউদ্দিন আহম্মেদ ঝিন্টু এই আয়োজনকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন। 

বক্তারা সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে জাপান বিএনপিকে সামনে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

rahmanmoni@gmail.com