জাপানে সাংস্কৃতিক সংগঠন উত্তরণের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বাংলাদেশি সংস্কৃতি চর্চায় জাপান প্রবাসীদের একমাত্র সাংস্কৃতিক সংগঠন 'উত্তরণ' বাংলাদেশ কালচারাল গ্রুপ। সম্প্রতি সংগঠনটির ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
করোনা মহামারিতে জাপান সরকারের দেওয়া দিকনির্দেশনা মেনে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে উত্তরণ।
আজ রোববার আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে টোকিওর অদূরে সাইতামা প্রিফেকচারের শোকা সিটি সেযাকি কমিউনিটি সেন্টারে সান্ধ্যকালীন এই আয়োজন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত প্রবাসীরা উৎসবের পুরো অনুষ্ঠানটি উদযাপন করেন। সবাই বাংলাদেশি সংস্কৃতি উপভোগ করেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উত্তরণের ম্যানেজার নাজিম উদ্দিন এবং উত্তরণের দলনেতা বিশ্বজিত দত্ত বাপ্পা।
শুভেচ্ছা নাজিম উদ্দিন করোনা মহামারিতে প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনটি সার্বজনীন করতে না পারার জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি জাপান প্রবাসীদের অতি পরিচিত মুখ খন্দকার আসলাম হিরার আরোগ্য কামনা করে সংগঠনটির প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন আয়োজনে তার অবদান এবং উপস্থিতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
বিশ্বজিত দত্ত বাপ্পা বলেন, 'আমরা উত্তরণ- লালন করি আমাদের ভাষা, কৃষ্টি, সংস্কৃতি এবং আমাদের প্রিয় মাতৃভূমিকে। আমাদের এই অঙ্গীকারে আপনারা যারা ৩৩ বছর ধরে সুপরামর্শসহ নানানভাবে সহায়তা দিয়ে আসছেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ এবং ঋণী। আগামীতেও আমাদের এই অগ্রযাত্রায় আপনারা পাশে থাকবেন এই কামনা করি।'