জাপান পুলিশকে সহযোগিতায় সম্মাননা পেলেন বাংলাদেশি তরুণ জাহিদ

By রাহমান মনি

জাপানে পুলিশের কাজে সহযোগিতা করে সম্মাননা পেয়েছেন জাপান প্রবাসী বাংলাদেশি তরুণ মো. জাহিদুল ইসলাম। গতকাল সোমবার সাইতামা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তার হাতে প্রশংসা সনদ তুলে দেওয়া হয়।

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার মো. জাহিদুল ইসলাম উচ্চ শিক্ষার্থে ২০১৮ সালে জাপান যান। টোকিওর অদূরে সাইতামা প্রিফেকচারের ওয়ারাবি নামক শহরে বসবাসরত জাহিদুল পড়াশুনার পাশাপাশি একটি চাকরিও করেন।

গত ১৭ নভেম্বর রাত ১টার দিকে কাজ শেষে বাসায় ফিরছিলেন জাহিদ। বাসার কাছাকাছি একটি চৌরাস্তার সিগন্যালে এক মদ্যপকে অচেতন অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন তিনি। পাশেই পড়েছিল তার বাইসাইকেল। আর এ কারণে রাস্তায় যান চলাচল বন্ধ যায়।

দায়িত্ববোধ থেকে জাহিদ অচেতন লোকটিকে এবং তার সাইকেলটি তুলে রাস্তার পাশে নিয়ে আসেন। আর তাতেই সেখানে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।

এরপর জাহিদ পুলিশকে ফোন করে এবং লোকটির জ্ঞান ফিরিয়ে আনার চেষ্টা করেন।

পুলিশ এসে জাহিদের প্রশংসা করে এবং লোকটির চিকিৎসার ব্যবস্থা করে। জাহিদের বিস্তারিত তথ্য নিয়ে পুলিশের পক্ষ থেকে পরে যোগাযোগ করা হবে বলে জানানো হয়।

এর পরিপ্রেক্ষিতে ১৩ ডিসেম্বর সাইতামা পুলিশ প্রশাসন সহযোগিতার স্বীকৃতি হিসেবে জাহিদের হাতে একটি প্রশংসা সনদ তুলে দেয়। জাহিদের সঙ্গে বাংলাদেশের নামও উল্লেখ করা হয়।

প্রশংসাপত্রে মাতাল অবস্থায় রাস্তায় ঘুমিয়ে থাকা লোকজনের দ্বারা সৃষ্ট দুর্ঘটনা রোধে ব্যবস্থা গ্রহণ করে পুলিশকে সহায়তার কথা উল্লেখ করা হয়।

rahmanmoni@gmail.com