টি-টোয়েন্টি সিরিজ জয়: অস্ট্রেলিয়ার গণমাধ্যমে বাংলাদেশের প্রশংসা 

আকিদুল ইসলাম
আকিদুল ইসলাম

জাতি হিসেবে অস্ট্রেলিয়ানরা প্রবলভাবে ক্রিকেটপ্রেমী। অন্যান্য খেলার প্রতি উৎসাহ থাকলেও ক্রিকেটের প্রতি তাদের আছে আলাদা প্রীতি, ভালোবাসা। বাংলাদেশের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ হারা এবং গতকাল শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার করুণ পারফরম্যান্স দেশটির প্রধান গণমাধ্যমের শিরোনামে জায়গা পেয়েছে।

গতকাল সিরিজের শেষ ম্যাচে মাত্র ৬২ রানে অলআউট হয়ে যায় অজিরা। অস্ট্রেলিয়ার ১৪৪ বছরের ক্রিকেটের ইতিহাসে সব চাইতে কম রানের এই স্কোরকে 'চরম লজ্জাজনক' হিসেবে উল্লেখ করা হয়েছে। ক্রিকেটের কোনো সংস্করণেই অস্ট্রেলিয়া কখনো এমন অপমানজনক পরিস্থিতিতে পড়েনি বলে মন্তব্য করেছে বেশ কয়েকটি পত্রিকা।

১৩.৪ ওভারে অলআউট হবার ইতিহাস তাদের নেই। এর আগে ২০০৫ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৭৯ রান এবং ২০১৪ সালে ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়া ৮৬ রান করে। পতনের গ্লানি নিয়ে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার অংশ গ্রহণের ব্যাপারেও প্রশ্ন তুলেছেন অস্ট্রেলিয়ার ক্রীড়া বিশেষজ্ঞরা।

অস্ট্রেলিয়ার পাঠকপ্রিয় দৈনিক 'সিডনি মর্নিং হেরাল্ড' লিখেছে, বাংলাদেশের বিপক্ষে চরমভাবে পরাজয়ের পর আগামী অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে অস্ট্রেলিয়ার অংশগ্রহণের প্রস্তুতি এখন প্রশ্নের মুখোমুখি। এত কম স্কোরে পরাজয় এবং অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ প্রমাণ করছে তাদের প্রস্তুতি খুবই দুর্বল।

সিডনি মর্নিং হেরাল্ড আরও জানায়, এই বিজয় ও কৃতিত্ব দীর্ঘদিন বাংলাদেশের শ্রেষ্ঠত্ব দেখাবে এবং টার্নিং বলের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার অদক্ষতা আরেকবার তুলে ধরবে।

untitled_design_-_2021-08-10t180237.217.jpg
এবিসি নিউজের শিরোনাম ছিল ‘ঢাকায় বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি ক্রিকেট দলের সর্বকালের সর্বনিম্ন স্কোর’। ছবি: নিউজের স্ক্রিনশট।

এবিসি নিউজের আজকের শিরোনাম ছিল 'ঢাকায় বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি ক্রিকেট দলের সর্বকালের সর্বনিম্ন স্কোর'।

এবিসি লিখেছে, অস্ট্রেলিয়া তাদের সর্বকালের সর্বনিম্ন টি-টোয়েন্টি আন্তর্জাতিক স্কোর নিয়ে পরাজিত হয়েছে। বাংলাদেশের কাছে এমন পতন প্রমাণ করে এটি ছিল তাদের আরেকটি ভুল সফর। একজন অস্ট্রেলিয়ান ক্রিকেটপ্রেমীর জন্য আজকের রাতটা একেবারেই ভালো ছিল না।

নিউজ ডট কম বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার এই পরাজয়কে 'কুৎসিত নিদর্শন' হিসেবে উল্লেখ করেছে। নিউজ ডট কম লিখেছে, অস্ট্রেলিয়ান তারকাদের কাছে বাংলাদেশ সফর হুমকি বলে মনে হয়েছিল। তাই তারা ঢাকায় সফরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তারা আশঙ্কা করেছিল, তাদের প্রতিপক্ষ যদি ভালো করে তাহলে তাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের জায়গা হারানোর সম্ভাবনা তৈরি হবে। অক্টোবর ও নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য শেষ প্রস্তুতি হিসেবে ঢাকার ম্যাচ একটি কুৎসিত নিদর্শন।'

আকিদুল ইসলাম: অস্ট্রেলিয়া-প্রবাসী লেখক, সাংবাদিক