পর্তুগালে সিটি নির্বাচনে অ্যাসেম্বলি সদস্য পদে প্রথম বাংলাদেশির মনোনয়ন

By মো. রাসেল আহম্মেদ

পর্তুগালের লিসবন সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে পর্তুগালের ক্ষমতাসীন দল পর্তুগিজ সোশ্যালিস্ট পার্টির এসেম্বলির সদস্য পদে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশি রানা তাসলিম উদ্দিন।

রানা তসলিম উদ্দিন ২০০৭ সালে পর্তুগিজ সোশ্যালিস্ট পার্টিতে যোগ দেন।

এই প্রথম কোনো অভিবাসী বাংলাদেশি পর্তুগালের স্থানীয় সরকার তথা সিটি করপোরেশনের এসেম্বলি সদস্য পদে মনোনয়ন পেয়েছেন।

city_corporation_election_in_portugal.jpg
মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন রানা তাসলিম উদ্দিন। ছবি: মো. রাসেল আহম্মেদ

আগামী ২৬ সেপ্টেম্বর লিসবনসহ পর্তুগাল জুড়ে ১০টি সিটি করপোরেশন নির্বাচন একযোগে অনুষ্ঠিত হবে।

লিসবনের বর্তমান মেয়র ড. ফারনান্দো মেদিনা লিসবন কামারা সিটি নির্বাচনে রানা তাসলিম উদ্দিনসহ দলের সব প্রার্থীর নাম ঘোষণা করেন।

লিসবন সিটি করপোরেশনের এসেম্বলিতে মোট ৭৫টি আসন রয়েছে। যার মধ্যে ২৪টি আসন সংরক্ষিত থাকে জুন্তার বা কাউন্সিল প্রেসিডেন্টের জন্য, যারা পদাধিকার বলে সদস্য হন। বাকি ৫১টি আসনের মধ্যে মধ্যে ৫০ শতাংশ নারী ও ৫০ শতাংশ পুরুষ সদস্য। সে হিসাবে ২৬ জন পুরুষ সদস্যের মধ্যে পর্তুগাল সোশ্যালিস্ট পার্টি থেকে বাংলাদেশি বংশোদ্ভূত রানা তাসলিম উদ্দিন একজন প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন।

গত রোববার লিসবনের স্থানীয় একটি রেস্টুরেন্টে বাংলাদেশি কমিউনিটির সদস্যদের সঙ্গে মত বিনিময়কালে রানা তাসলিম উদ্দিন বলেন, 'এই মনোনয়ন কেবল আমার একার নয়, পর্তুগালের সব বাংলাদেশির গর্বের। কাজেই সবার সার্বিক সহযোগিতার ওপরই আমাদের বাংলাদেশি কমিউনিটির ভবিষ্যৎ নির্ভর করবে।'

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা রানা তসলিম উদ্দিন ১৯৯১ সালে পর্তুগালে যান এবং বাংলাদেশিদের সঙ্গে কাজ শুরু করেন। তিনি বাংলাদেশ কমিউনিটি অব পর্তুগাল, বাংলাদেশ সাংস্কৃতিক ইউনিয়নসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠা করেন।

বর্তমানে তিনি বাংলাদেশ ইসলামিক সেন্টার ও পর্তুগাল বাংলাদেশ মৈত্রী সমিতির সভাপতি এবং অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি।

লেখক: পর্তুগাল প্রবাসী সাংবাদিক