প্রবাসী শ্রমিকদের অধিকার রক্ষায় অ্যাপ চালু করছে মালয়েশিয়া
প্রবাসী শ্রমিকদের অধিকার রক্ষায় একটি নতুন অ্যাপ চালু করতে যাচ্ছে মালয়েশিয়া সরকার। মালয়েশিয়ায় যেতে শ্রমিকদের থেকে অতিরিক্ত অর্থ আদায় বন্ধ করতে এই অ্যাপ সহায়তা করবে। সেই সঙ্গে মালয়েশিয়ায় শ্রমিকরা কোথায় অবস্থান করছেন সেই তথ্যও অ্যাপের মাধ্যমে সংরক্ষণ করা হবে।
'ই-লকার' নামের এই অ্যাপ সম্পর্কে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী হামজাহ জাইনুদিন আজ বুধবার দেশটির পার্লামেন্টে দেওয়া ভাষণে বলেছেন, অ্যাপটির মাধ্যমে দেশে প্রবেশকারী প্রবাসী শ্রমিকদের সম্পর্কে বিস্তারিত তথ্য সংরক্ষণ করা হবে। শ্রমিকরা কোন দেশ থেকে এসেছেন, তাদের পরিবারের বিস্তারিত তথ্য, নিয়োগদাতার তথ্য, কাজের এলাকা, বেতন বা মালয়েশিয়ায় ঢুকতে তাদের কত অর্থ খরচ করতে হয়েছে—এই অ্যাপে সব তথ্যই থাকবে। ফ্রি মালয়েশিয়া টুডে তাদের এক প্রতিবেদনে আজ এসব তথ্য জানায়।
মালয়েশিয়ার স্বরষ্ট্রমন্ত্রী এমন এক সময়ে এসব কথা জানালেন যখন বাংলাদেশিদের জন্য দেশটির শ্রমবাজার খোলার সম্ভাবনা নিয়ে আশার আলো দেখা যাচ্ছে। দেশটি ভবিষ্যতে আবার বাংলাদেশি শ্রমিক নিতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করতে সম্মত হয়েছে।
রিক্রুটিং এজেন্সির অসাধু কর্মকাণ্ড এবং শ্রমিকদের থেকে বড় অংকের অর্থ আদায়ের অভিযোগে ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া স্থগিত রেখেছে মালয়েশিয়া।
পার্লামেন্টের নিম্নকক্ষ 'দেওয়ান রাকইয়াত'-এ 'অ্যান্টি-ট্রাফিকিং ইন পারসনস অ্যান্ড অ্যান্টি-স্মাগলিং অব মাইগ্রেন্টস' সংশোধন বিল ২০২১ নিয়ে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'তারা (শ্রমিকরা) কোথা থেকে এসেছেন বা তাদের বড় অংকের অর্থ দিতে হয়েছে কিনা সেটা আমরা এই অ্যাপ থেকে জানতে পারব।'
মালয়েশিয়া কর্তৃপক্ষ শ্রমিকদের ব্যাপারে বিস্তারিত তথ্যের জন্য তাদের দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবে বলেও জানান তিনি।
মানব পাচার নিয়ে যুক্তরাষ্ট্র সরকার প্রতি বছর যে প্রতিবেদন প্রকাশ করে তাতে নিচের সারিতে আছে মালয়েশিয়া। প্রবাসী শ্রমিকদের অধিকার রক্ষায় মালয়েশিয়া সরকার উদাসীনতা নিয়ে বিভিন্ন মানবাধিকার সংস্থা ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের অভিযোগ আছে।
এই অবস্থা থেকে উত্তরণে সরকারের উদ্যোগ সম্পর্কে জানতে চেয়েছিলেন মালয়েশিয়ার পার্লামেন্ট সদস্য চার্লস সান্টিয়াগো। তার জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী হামজাহ জাইনুদিন এই অ্যাপের ব্যাপারে জানান।
সান্টিয়াগোর প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এই অ্যাপ দিয়ে প্রবাসী শ্রমিকদের গতিবিধিও পর্যবেক্ষণ করা যাবে। তারা যে দেশ থেকে এসেছেন সে দেশের কর্তৃপক্ষও এই অ্যাপ থেকে তথ্য সংগ্রহ করতে পারবেন।
'প্রযুক্তিকে কাজে লাগিয়ে এটা একটা গুরুত্বপূর্ণ অগ্রগতি। এর সাহাজ্যে নিয়োগদাতাদের যে কোনো অন্যায়ের বিরুদ্ধে দ্রুত এবং যথাযথ ব্যবস্থা নেওয়া যাবে,' যোগ করেন তিনি।