প্রেসক্লাব অব ইন্ডিয়ায় বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার
ভারতের নয়াদিল্লিতে প্রেসক্লাব অব ইন্ডিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মিডিয়া সেন্টারের উদ্বোধন হয়েছে।
আজ সোমবার ভারত সফররত বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসান মাহমুদ এর উদ্বোধন করেন।
ভারতের নয়াদিল্লিতে প্রেসক্লাব অব ইন্ডিয়ায় বঙ্গবন্ধু মিডিয়া সেন্টারের একটি অংশ। ছবি: সংগৃহীত
এ সময় মন্ত্রী বলেন, 'এটা অবশ্যই বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ককে শক্তিশালী করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শেখ হাসিনার নেতৃত্বে আমাদের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে।'
প্রেসক্লাবের দ্বিতীয় তলায় অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন মিডিয়া সেন্টারটিতে একটি প্রদর্শনী হল ও লাইব্রেরি থাকবে।
এর আগে, বাংলাদেশ সম্পর্কিত গবেষণা ও অধ্যয়নের প্রসারে ইন্ডিয়ান কাউন্সিল অব কালচারাল রিলেশনস (আইসিসিআর) দিল্লি বিশ্ববিদ্যালয়ে 'বঙ্গবন্ধু চেয়ার' প্রতিষ্ঠা করে ।
ভারতের আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় যৌথভাবে মুজিববর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে একই ধরনের উদ্যোগ নিচ্ছে।