বাহরাইনে বাংলাদেশ সোসাইটির ‘ওয়ার্ল্ড ক্লিনআপ ডে’ পালন

By স্টার অনলাইন রিপোর্ট

বাহরাইনে 'ওয়ার্ল্ড ক্লিনআপ ডে' পালন করেছেন প্রবাসী বাংলাদেশিদের সামাজিক সংগঠন বাংলাদেশ সোসাইটি।

গত শুক্রবার দিবসটি উপলক্ষে বাহরাইন সরকার অনুমোদিত সংগঠনটি রাজধানী মানামার বিভিন্ন এলাকায় গণসচেতনতামূলক মাইকিং, রাস্তায় পড়ে থাকা ময়লা আবর্জনা অপসারণ, লিফলেট বিতরণ ও কম ক্ষতিকারক জীবাণুনাশক স্প্রে করাসহ নানান কার্যক্রম পরিচালনা করে।

বাংলাদেশ দূতাবাস, বাহরাইন কমিউনিটি পুলিশ ও বাংলাদেশি প্রতিষ্ঠান লিন্নাস মেডিকেল সেন্টার এই আয়োজনে সার্বিক সহযোগিতা করে।

সংগঠনের সভাপতি আসিফ আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন পরিবেশ সচেতনতামূলক প্রকল্প বাহরাইন ক্লিনআপ ও ডাইভিং স্বেচ্ছাসেবক গোষ্ঠীর উদ্যোক্তা জার্মান স্থপতি কাই খালিদ মিথিগ।

সোসাইটির করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি ম্যানেজার মো. সোহেল বর্তমান বিশ্বে পরিবেশ দূষণকারী প্লাস্টিক বর্জ্যের ক্ষতিকর বিভিন্ন দিক তুলে ধরেন।