মরিশাসে প্রবাসী বাংলাদেশিদের স্বেচ্ছায় রক্তদান
মুজিববর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মরিশাসে স্বেচ্ছায় রক্তদান করেছে প্রবাসী বাংলাদেশিরা। দেশটির ন্যাশনাল ব্লাড ট্রান্সফিউশনের সহায়তায় বাংলাদেশ হাইকমিশন এ কর্মসূচির আয়োজন করে।
দেশটির রাজধানী পোর্ট লুইসে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আপ্রাভাসি ঘাট এলাকায় রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রবাসী বাংলাদেশি এবং হাইকমিশনের সদস্যরা অংশ নেন।
রক্তদানের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন মরিশাসে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রেজিনা আহমেদ। কর্মসূচিতে মোট ৫৮ ব্যাগ রক্ত সংগ্রহ হয়।
হাইকমিশনার রেজিনা আহমেদ প্রবাসী বাংলাদেশিদেরকে ধন্যবাদ জানিয়ে বলেন , 'এটি প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে মরিশাসের জনগণের প্রতি বিশেষ উপহার। আমাদের এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।'
মরিশাসের এ জে জিটু হাসপাতালের আঞ্চলিক স্বাস্থ্য পরিচালক ডা. রামপাতি কর্মসূচিতে রক্তদান করেন। তিনি বলেন, 'প্রবাসী বাংলাদেশিরা আমাদের পরিবারের অংশ এবং আর্ত-মানবতার সেবায় তাদের অংশগ্রহণে রক্তদান কর্মসূচি সবার জন্য অনন্য উদাহরণ হয়ে থাকবে।'