মালয়েশিয়ায় প্রবাসীদের সেবায় বাংলাদেশ হাইকমিশনে হটলাইন

By স্টার অনলাইন ডেস্ক

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সেবা সহজ করতে বাংলাদেশ হাইকমিশনে তিনটি হটলাইন নম্বর চালু করা হয়েছে।

গত ৪ সেপ্টেম্বর হাইকমিশনের দেওয়া বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে দেওয়া হটলাইন নম্বরগুলো হচ্ছে, পাসপোর্ট সংক্রান্ত প্রয়োজনে ১০৪৩০৩১১০ ও ০১০৪৩০৩০২১ এবং শ্রম ও কল্যাণ সংক্রান্ত প্রয়োজনে ০১১২৬২০৬৭০১।

এতে আরও বলা হয়েছে, সেবা সংক্রান্ত যেকোনো প্রয়োজনে প্রবাসীরা এসব নম্বরে নির্ধারিত সময়ে কল করলে দ্রুত সময়ের মধ্যে হাইকমিশন থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতি সোম থেকে শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যোগাযোগ করতে নির্দেশনা দেওয়া হয়েছে।