যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধুর ঘাতক রাশেদ চৌধুরীর বাড়ির সামনে বিক্ষোভ

By স্টার অনলাইন রিপোর্ট

জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘাতক রাশেদ চৌধুরীর যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ার বাসার সামনে বিক্ষোভ ও সমাবেশে করেছে আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

গত রোববার ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগ, উত্তর ক্যালিফোর্নিয়া আওয়ামী লীগ এবং ইউএসএ আওয়ামী লীগের উদ্যোগে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিক্ষোভে উপস্থিত ছিলেন ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধুর সহোদর শেখ আবু নাসেরের কন্যা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো বোন শেখ মিনা, ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. রাবিউল আলম, প্রবাসী কল্যাণ সম্পাদক ফজলে আজিম ইমন, উত্তর ক্যালিফোর্নিয়া আওয়ামী লীগ নেতা কাওসার জামাল এবং রাজ হামিদ, উত্তর ক্যালিফোর্নিয়া বাংলাদেশি কমিউনিটি সংগঠক মেজর (অব.) দস্তগীর নাউওাজ এবং সেলিনা ইয়াসমিন, শেখ মিনার কন্যা অঞ্জনা কবির ও আরাফাত হোসেনসহ আরও অনেকে।

শেখ মিনা বলেন, 'আমার বাবা শেখ নাসের যখন ৩২ নম্বর বাসায় খুন হন, তখন আমার বয়স ১৪ বছর। এখন আমার বয়স ৬০ এর বেশি। এতদিন পরেও সেই খুনিদের সবাইকে বিচারে আনা যায়নি। আমি আমার পরিবার, আমাদের প্রধানমন্ত্রীর পরিবার, আমরা সবাই অপেক্ষায় আছি। আমি এজন্যই ব্যানার ধরে খুনির বাসার সামনে দাঁড়িয়ে আছি। অন্যায়ের বিচার একদিন হবেই, সত্যের জয় হবেই। আমরা হাল ছাড়ব না।'

আওয়ামী লীগ নেতারা বলেন, উত্তর ক্যালিফোর্নিয়ায় বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা চায় না জাতির পিতার হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি রাশেদ চৌধুরী আমাদের মাঝে বসবাস করুক। তাই আমরা সমবেত হয়েছি বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে সাজা কার্যকর করতে।

তারা বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে বাংলাদেশে দ্রুত ফিরিয়ে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র সরকার এবং স্টেট ডিপার্টমেন্টের প্রতি আহ্বান জানান।

জানা যায়, উত্তর ক্যালিফোর্নিয়ার ওয়ালনাট ক্রিকের নির্জন সরু একমুখী ঢালু রাস্তার ওপর অবস্থিত বাসাটি খুনি রাশেদ চৌধুরীর ছেলে রুপম চৌধুরীর নামে কেনা হলেও গত জুলাই মাস থেকে এখানেই অবস্থান করছেন ঘাতক রাশেদ চৌধুরী।