রাশিয়ার আরও ৬৭ কর্মকর্তার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা

By আকিদুল ইসলাম

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মারিস পেইন আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছেন, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধাপরাধের প্রমাণ পাওয়ার প্রতিক্রিয়ায় রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দিয়েছে অস্ট্রেলিয়া।  

রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী দিমিত্রি গ্রিগোরেনকোসহ মস্কোর আরও ৬৭ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর ৬০০ জনেরও বেশি রাশিয়ান কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে অস্ট্রেলিয়া।

পররাষ্ট্রমন্ত্রী মারিস পেইন বলেন, 'যারা ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের জন্য দায়ী, তাদের ওপর অস্ট্রেলিয়া সরকার সর্বোচ্চ নিষেধাজ্ঞা আরোপ করতে প্রতিশ্রুতিবদ্ধ।'

অস্ট্রেলিয়ান সরকার ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখতে বদ্ধপরিকর এবং ইউক্রেনের জনগণের প্রতি আমাদের শক্তিশালী সমর্থন আছে',  যোগ করেন তিনি।  

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সঙ্গে অস্ট্রেলিয়াও জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে রাশিয়াকে বহিষ্কারের দাবি জানিয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত মঙ্গলবার রাশিয়াকে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে বহিষ্কারের আহ্বান জানিয়েছিলেন।  

জাতিসংঘ সনদের অধীনে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যকে অপসারণের সরাসরি উপায় নেই। তবে সাধারণ পরিষদে দুই-তৃতীয়াংশ ভোটে রাশিয়াকে মানবাধিকার কাউন্সিল থেকে বরখাস্ত করা যেতে পারে।

অস্ট্রেলিয়ায় ইউক্রেনের রাষ্ট্রদূত ভ্যাসিল মাইরোশনিচেঙ্কো ফেডারেল সরকারকে আরও ব্যবস্থা নেওয়ার এবং অস্ট্রেলিয়ায় রাশিয়ান পণ্য প্রবেশ নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন।

আকিদুল ইসলাম : অস্ট্রেলিয়া প্রবাসী লেখক, সাংবাদিক

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মারিস পেইন। ছবি: সংগৃহীত