সাম্প্রদায়িক সহিংসতা বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রের আলাবামায় মানববন্ধন
বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ সাউথ আলাবামায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা।
ইউনিভার্সিটির মুলটন টাওয়ারের পাদদেশে দাঁড়িয়ে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদের সময় তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের শিক্ষক-শিক্ষার্থীরাও যোগ দেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা এ বছর দুর্গাপূজার সময় কুমিল্লা, নোয়াখালী, রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা জানান।
আলাবামায় বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (বিএসএ) আয়োজিত এই মানববন্ধনে যোগ দিয়ে ইউনিভার্সিটির ইনোভেশন ইন লার্নিং সেন্টারের সহকারী পরিচালক লিসা লাকরজ বলেন, 'বাংলাদেশে হিন্দু মন্দিরগুলো রক্ষার দাবিতে আমি এখানে এসেছি।'
মানববন্ধনে যোগ দেন বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের (বিএসএ) উপদেষ্টা ইউনিভার্সিটির ডিজিটাল সাংবাদিকতার সহযোগী অধ্যাপক ড. দেলোয়ার হোসেন, ইনোভেশন ইন লার্নিং সেন্টারের নির্বাহী পরিচালক ড. শিলাদিত্ত রাজ চৌধুরী, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাইদ লতিফ, ড. রিতম দাস প্রমুখ।