সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে সিডনিতে বিক্ষোভ সমাবেশ

By স্টার অনলাইন রিপোর্ট

বাংলাদেশে দুর্গাপূজা চলাকালে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে অস্ট্রেলিয়ার প্রধান শহর সিডনিতে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।

গতকাল রোববার সিডনির কেন্দ্রস্থলে অবস্থিত হাইড পার্কে স্ট্যান্ড ফর রিলিজিয়াস মাইনরিটিস ইন বাংলাদেশ'র উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের বিক্ষুব্ধ সদস্যসহ সব সম্প্রদায়ের জনগণ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সম্প্রদায়ের ২৬টি সংগঠনের প্রতিনিধি, অস্ট্রেলিয়ার রাজনীতিবিদ, অস্ট্রেলিয়ার সরকারের মিডিয়া এসবিএস এবং বাংলাদেশি কমিউনিটির মিডিয়ার প্রতিনিধিসহ অনেকে এই সমাবেশে অংশ নেন।

সমাবেশ সমন্বয়কারী অমিত সাহা, অপু সাহা, সুরজিত রায়, ড. স্বপন পাল প্রমুখের নেতৃত্বে কোভিড নিষেধাজ্ঞা ও সভা-সমাবেশের ক্ষেত্রে প্রযোজ্য আইন-কানুন মেনে দুপুর ১২টায় প্রতিবাদকারীরা প্ল্যাকার্ড ও লিফলেট নিয়ে হাইড পার্কে সমবেত হন।

সমাবেশ শেষে অন্যতম সমন্বয়কারী অমল দত্ত হামলায় ক্ষতিগ্রস্তদের সহায়তা এবং একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে বিচার করাসহ ৯ দফা দাবি উত্থাপন করেন।