সিঙ্গাপুরে স্টিলবার চাপা পড়ে বাংলাদেশি শ্রমিক নিহত

By স্টার অনলাইন রিপোর্ট

সিঙ্গাপুরে স্টিলবার চাপা পড়ে ৩১ বছর বয়সী এক বাংলাদেশি নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। বেডক রিজার্ভ পার্কের একটি নির্মাণাধীন ভবনে গত শনিবার সকালে এ ঘটনা ঘটেছে।

দেশটির জনশক্তি মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্ট্রেইট টাইমস জানায়, একটি টাওয়ার ক্রেন দিয়ে স্টিল বারগুলো উপরে তোলা হচ্ছিল। সে সময় হঠাৎ বারগুলো পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, চিন লি কনস্ট্রাকশনের নিয়োগকৃত ওই বাংলাদেশি শ্রমিককে উদ্ধার করে চাঙ্গি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি মারা যান।

পুলিশ ও  জনশক্তি মন্ত্রণালয় ঘটনার তদন্ত করছে।

স্ট্রেইট টাইমস জানায়, সিঙ্গাপুরে এ বছর এখন পর্যন্ত অন্তত ৩৫টি কর্মক্ষেত্রে মৃত্যুর ঘটনা ঘটেছে। গত বছর এই সংখ্যা ছিল ৩০টি ও ২০১৯ সালে ছিল ৩৯টি।