৩ মাসে বাংলাদেশিদের ৩৪ লাখের বেশি ভিডিও সরিয়েছে টিকটক

By স্টার অনলাইন ডেস্ক

এই বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বাংলাদেশিদের ৩৪ লাখেরও বেশি ভিডিও সরিয়েছে অনলাইন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক।

চলতি বছরের প্রথম ৩ মাসে এসব ভিডিও সরানো হয়েছে।

সম্প্রতি প্রকাশিত টিকটকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্টে এসব তথ্য জানানো হয়েছে।

রিপোর্টে বলা হয়েছে, ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত বাংলাদেশি ব্যবহারকারীদের ৩৪ লাখ ৭৫ হাজার ৪৫৬টি ভিডিও সরিয়ে ফেলেছে টিকটক।

এই ৩ মাসের সবচেয়ে বেশি ভিডিও মুছে ফেলা হয়েছে যুক্তরাষ্ট্র থেকে। যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের ১ কোটি ৪০ লাখ ৪৪ হাজার ২২৪টি ভিডিও সরিয়ে ফেলেছে টিকটক। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান, দেশটির ব্যবহারকারীদের ১ কোটি ২৪ লাখ ৯০ হাজার ৩০৯ ভিডিও মুছে ফেলা হয়েছে।

এই তালিকায় সপ্তম স্থানে রয়েছে বাংলাদেশ।

এর আগের ৩ মাসে অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর ২০২১ পর্যন্ত বাংলাদেশি ব্যবহারকারীদের ২৬ লাখ ৩৬ হাজার ৩৭২টি ভিডিও সরিয়ে নেয় টিকটক।