জম্পেশ মুডে আছেন ব্রাজিল কোচ

ফিক্সচার ঘোষণার পরই ‘ই’ গ্রুপ থেকে ফেভারিট ধরা হয়েছিল ব্রাজিলকে। প্রত্যাশামাফিক খেলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরের পর্বে পা রেখেছে ব্রাজিল। প্রাথমিক লক্ষ্য পূরণ হওয়ায় ব্রাজিল কোচ তিতে তাই এখন উদযাপনের মুডে আছেন।
28 June 2018, 06:24 AM

দ্বিতীয় রাউন্ডে ব্রাজিলের সঙ্গী সুইজারল্যান্ড

দ্বিতীয় রাউন্ডে যেতে ম্যাচটা ড্র করলেই চলত সুইজারল্যান্ডের। করেছেও তাই। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার দারুণ সুযোগ ছিল তাদের। তবে তা না হলেও শেষ ষোলো নিশ্চিত হওয়ায় হাসি মুখেই মাঠ ছেড়েছে দলটি। কোস্টারিকার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে তারা। অপর ম্যাচে সার্বিয়ার বিপক্ষে জয় তুলে এ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল।
27 June 2018, 19:55 PM

পাওলিনহো, সিলভার গোলে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল

বর্তমান চ্যাম্পিয়ন জার্মানির বিদায়ের তীব্রতা বিশ্বকাপ সইতে না সইতেই ব্রাজিলের খেলা। তারা হারানোর ভয়ে যেন ছিল বিশ্বকাপও। ব্রাজিলের সামনে যদিও অমন শঙ্কা কিছু ছিল না, ড্র করলেই চলত। তবে পচা শামুকে পা কাটতে আর কতক্ষণ। সার্বিয়াকে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা সে সুযোগ দেয়নি। পাওলিনহো আর থিয়াগো সিলভার দুই গোলে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরের রাউন্ডে উঠেছে সেলেসাওরা।
27 June 2018, 19:54 PM

পদত্যাগ করছেন জোয়াকিম লো!

এক যুগ থেকে জার্মানির কোচ তিনি। ২০১৪ সালে ২৪ বছর পর দলকে জিতিয়েছিলেন বিশ্বকাপ। সেই বিশ্বজয়ী কোচ জোয়ামিক লো এবার জার্মানিকে প্রথম রাউন্ড পার করতে পারেননি। ১৯৩৮ সালের পর এমন ঘটনা আর ঘটেনি। আর তাই প্রধান কোচের পদ ছাড়ার কথা ভাবছেন তিনি।
27 June 2018, 17:25 PM

জার্মানি হারায় মন খারাপ মাশরাফির

বিশ্বকাপ থেকে বাদ পড়ল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। আর তাতে যেন বিশ্বকাপের রংধনু থেকে একটি রঙ খসে পড়ল। যে দলটি বিশ্বকাপ ইতিহাসে কখনোই গ্রুপ পর্ব থেকে বাদ পড়েনি, এবার তারাও নিল সে স্বাদ। আর তাতেই মন খারাপ বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার।
27 June 2018, 17:21 PM

অবিশ্বাস্য বাকঁ বদলের পর দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো আর সুইডেন

ম্যাচ শেষ । ৩-০ গোলে সুইডেনের কাছে হেরেও মাঠের মধ্যে প্রতীক্ষায় মেক্সিকোর খেলোয়াড়রা। গ্যালারি ভরপুর সমর্থকদেরও উদ্বেগ নিয়ে অপেক্ষা। খানিক পরই তা রূপ নিল আনন্দে। দক্ষিণ কোরিয়ার কাছে জার্মানি হেরে যাওয়ায় সুইডেনের কাছে বিধ্বস্ত হয়েও দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে মেক্সিকো।
27 June 2018, 15:56 PM

বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে বিদায় করে দিল দ. কোরিয়া

আগের ম্যাচে সুইডেনের বিপক্ষে অতিরিক্ত সময়ে রূপকথার গল্প লিখেছিল বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি। শেষ মুহূর্তে গোল দিয়ে বিশ্বকাপে টিকে ছিল দলটি। কিন্তু এদিন দক্ষিণ কোরিয়ার বিপক্ষে আর হলো না। উল্টো অতিরিক্ত সময়ে ২টি গোল খেয়ে গ্রুপ পর্ব থেকে বিদায় নিল দলটি। বিদায় নিয়েছে কোরিয়াও। তবে বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে হাসি মুখেই মাঠ ছেড়েছে দলটি।
27 June 2018, 15:42 PM

ভাগ্য নিজেদের হাতেই রাখতে চান জার্মান কোচ

অন্য কারোর উপর ভরসা না করে নিজেদের ভাগ্য নিজেদের হাতে রাখার জন্য শিষ্যদের আহবান জানালেন জার্মান কোচ জোয়াকিম লো। দক্ষিণ কোরিয়াকে প্রতিআক্রমণে ‘দ্রুতগতির, ক্ষিপ্র ও ভয়ংকর’ দল হিসেবে আখ্যা দিয়ে জার্মান কোচ বলেছেন, তাদেরকে আটকানোর জন্য সর্বোচ্চ সতর্ক থাকতে হবে জার্মানিকে।
27 June 2018, 12:32 PM

নেইমার যতবার লুটিয়ে পড়বেন ততবার ফ্রি’তে মদ!

এই বিশ্বকাপে এখনও পর্যন্ত যতটা না খেলার কারণে, তার চেয়েও বেশি অন্য কারণে আলোচনায় এসেছেন নেইমার। কোস্টারিকা ম্যাচে একটি দৃশ্য বারবার দেখা গেছে, একটু পরপর মাটিতে পড়ছেন নেইমার। কয়েকটি ছিল বাজে ট্যাকল, কয়েকটিতে তিনি নিজেই আছড়ে পড়েছেন। এবার নেইমারের এই পড়ে যাওয়া নিয়েই ব্যবসার ফন্দি ব্রাজিলের একটি পাবের। ঘোষণা দিয়েছে, সার্বিয়ার বিপক্ষে ম্যাচে যতবার মাটিতে পড়বেন নেইমার, ততবার ভোক্তাদের ফ্রি’তে মদ দেবে তারা!
27 June 2018, 10:23 AM

সংখ্যায় সংখ্যায় জার্মানি-দক্ষিণ কোরিয়া ম্যাচ

গ্রুপ ‘এফ’ এর ম্যাচ মানেই যেন নাটকীয়তায় ভরপুর। সব নাটকের শেষ অঙ্ক মঞ্চস্থ হবে আজ। শিরোপা ধরে রাখার মিশনে আসা জার্মানির উপর আজ থাকবে জয়ের চাপ। তার আগে দেখে নেয়া যাক জার্মানি-দক্ষিণ কোরিয়া ম্যাচের উল্লেখযোগ্য পরিসংখ্যানগুলো।
27 June 2018, 10:00 AM

সংখ্যায় সংখ্যায় ব্রাজিল-সার্বিয়া ম্যাচ

ম্যাচটা দুই দলের জন্যই সমান গুরুত্বপূর্ণ। ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত ব্রাজিলের, অপরদিকে সুইজারল্যান্ডকে টপকে পরের পর্বে যেতে হলে জয়ের বিকল্প নেই সার্বিয়ার সামনে। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে তাই পরিসংখ্যানের দিকে একবার চোখ বুলিয়ে নেয়া যাক।
27 June 2018, 09:44 AM

শেষ ষোলোতেই মুখোমুখি ব্রাজিল-জার্মানি?

গত বিশ্বকাপের সেমিফাইনালের কথা বোধহয় ভোলেননি কোন ব্রাজিল সমর্থকই। ঘরের মাঠে বিশ্বকাপ জেতার স্বপ্ন মুখ থুবড়ে পড়েছিল জার্মান আধিপত্যের কাছে। বেলো হরিজন্তের সেই ম্যাচের প্রতিশোধ নেওয়ার উপলক্ষ্য এবার বেশ আগেভাগেই পেয়ে যেতে পারে ব্রাজিল। শেষ ষোলোতেই যে মুখোমুখি হওয়ার সমূহ সম্ভাবনা দুই দলের।
27 June 2018, 08:45 AM

ব্রাজিল বনাম সার্বিয়া : ভবিষ্যদ্বাণী, একাদশ ও রেকর্ড

দারুণ একটি দল নিয়ে রাশিয়ায় পা রেখেছে ব্রাজিল। প্রথম ম্যাচে প্রত্যাশা পূরণে ব্যর্থ হলেও দ্বিতীয় ম্যাচে জ্বলে উঠেছে দলটি। আত্মবিশ্বাসটা ফিরে পেয়েছে। প্রতিপক্ষ হিসেবে সার্বিয়া বেশ কঠিনই। তবে নেইমার-কৌতিনহোরা জ্বলে উঠলে সব কিছুই সম্ভব। ওই দিকেও সার্বিয়াও চাইবে জয় তুলে দ্বিতীয় রাউন্ডে নাম লেখাতে। তাই বেশ জমজমাট একটি লড়াইয়ের প্রত্যাশা করাই যায়।
27 June 2018, 07:44 AM

চরম নাটকীয়তার অপেক্ষায় জার্মানির গ্রুপ ‘এফ’

একবার ভেবে দেখুন, তিন ম্যাচ থেকে ছয় পয়েন্ট নিয়েও গ্রুপ পর্ব থেকেই বাদ পড়তে হচ্ছে কোন দলকে! গ্রুপ ‘এফ’ এর এখন এমনই অবস্থা, এমন পরিস্থিতির উদ্ভব হওয়ার সম্ভাবনাকেও তাই একেবারেই উড়িয়ে দেয়া যাচ্ছে না।
27 June 2018, 07:38 AM

জার্মানি বনাম দক্ষিণ কোরিয়া : ভবিষ্যদ্বাণী, একাদশ ও রেকর্ড

প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে শেষ মুহূর্তে জয়। সময়টা ভালো যাচ্ছে না বর্তমান চ্যাম্পিয়ন জার্মানির। দলের ভেতরেও রয়েছে কোন্দল। তবে সব ছেড়ে নতুন লক্ষ্যেই মাঠে নামবে দলটি। জিতলেই যে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত তাও নয়। রাখতে হবে গোল ব্যবধান। একইভাবে ভাগ্যটা সুতোয় ঝুলে আছে দক্ষিণ কোরিয়ারও। দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সমীকরণ অনেক কঠিন। জার্মানদের বিপক্ষে জিততে তো হবেই, প্রত্যাশা করতে হবে সুইডিশদের হারের। তাই মরণ কামড়ই দেবে এশিয়ান টাইগাররা।
27 June 2018, 07:19 AM

শেষ ষোলোতে যেতে ব্রাজিলের সামনে যত সমীকরণ

রাশিয়া বিশ্বকাপের মতো এত নাটক বোধহয় সাম্প্রতিক সময়ে আর কোন বিশ্বকাপে দেখা যায়নি। প্রতিটি গ্রুপেই চলছে চরম নাটকীয়তা, শেষ ম্যাচের আগে নিশ্চিত করে বলা যাচ্ছে না কে যাবে পরের পর্বে। নাটকীয়তা এমনই চূড়ান্ত রূপ নিয়েছে, আর্জেন্টিনার সমান চার পয়েন্ট নিয়েও বাদ পড়তে হতে পারে ব্রাজিলকেও।
27 June 2018, 06:55 AM

‘মেসি জানে প্রতিদিন কতটা প্যাশন নিয়ে আমি কাজ করি’

আর্জেন্টিনা খাদের কিনারে চলে যাওয়ার পর সমচেয়ে বেশি সমালোচনায় পড়েন কোচ হোর্হে সাম্পওলি। নাইজেরিয়ার বিপক্ষে শেষ বাঁশি বাজার পর লিওনেল মেসিরা যখন বাঁধভাঙা উল্লাসে মত্ত, সাম্পাওলি আবেগ দেখিয়েছেন ভিন্নভাবে। তখন তিনি সোজা হাঁটা ধরেন ড্রেসিং রুমের দিকে। স্বস্তির সঙ্গে হয়ত মিশে ছিল অভিমান। পরে এসে যোগ দেন উৎসবে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে অবশ্য খুলেছেন পুরো আগল।
27 June 2018, 06:45 AM

পরিষ্কার পেনাল্টি থেকে বঞ্চিত হয়েছি আমরা: নাইজেরিয়া অধিনায়ক

ম্যাচে সমতা ফেরানো গোলটা নাইজেরিয়া পেয়েছে পেনাল্টি থেকেই। নাইজেরিয়া অধিনায়ক জন ওবি মিকেলের বিশ্বাস, আরেকটি পরিষ্কার পেনাল্টি থেকে বঞ্চিত করা হয়েছে তাদের।
27 June 2018, 06:08 AM

স্নায়ুচাপে অসুস্থ হয়ে পড়েন ম্যারাডোনা

ম্যাচের শেষ হওয়ার আর মিনিট কয়েকবাকি। আর্জেন্টিনা গোল দিতে পারছে না, পর্দায় ভেসে উঠছে ডিয়েগো ম্যারাডোনার মুখ। তার চেহেরায় অস্থিরতা বুঝিয়ে দিচ্ছে গোটা পরিস্থিতির আবহ। ৮৬ মিনিটে মার্কোস রোহোর গোলের পর সেই অস্থিরতা রূপ নেয় বুনো উল্লাসে। আবেগের এই উঠানামা ঠিক নিতে পারেনি ম্যারাডোনার শরীর। রক্তচাপ কমে যাওয়ায় তাকে চিকিৎসা দেওয়া হয়।
27 June 2018, 05:51 AM

'ঈশ্বর চেয়েছেন বলেই দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা'

দারুণ রোমাঞ্চকর এক জয় পেয়েছে আর্জেন্টিনা। আর তাতেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত। অথচ ম্যাচের পর্যায়ে মনে হয়েছিল ২০০২ বিশ্বকাপের পরিণতিই হতে যাচ্ছে তাদের। আর তা না হওয়ায় ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছেন দলের অধিনায়ক লিওনেল মেসি। ঈশ্বর চেয়েছিলেন বলেই আর্জেন্টিনা দ্বিতীয় রাউন্ডে উঠতে পেরেছেন বলে মনে করেন এ ক্ষুদে জাদুকর।
26 June 2018, 21:05 PM

জম্পেশ মুডে আছেন ব্রাজিল কোচ

ফিক্সচার ঘোষণার পরই ‘ই’ গ্রুপ থেকে ফেভারিট ধরা হয়েছিল ব্রাজিলকে। প্রত্যাশামাফিক খেলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরের পর্বে পা রেখেছে ব্রাজিল। প্রাথমিক লক্ষ্য পূরণ হওয়ায় ব্রাজিল কোচ তিতে তাই এখন উদযাপনের মুডে আছেন।
28 June 2018, 06:24 AM

দ্বিতীয় রাউন্ডে ব্রাজিলের সঙ্গী সুইজারল্যান্ড

দ্বিতীয় রাউন্ডে যেতে ম্যাচটা ড্র করলেই চলত সুইজারল্যান্ডের। করেছেও তাই। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার দারুণ সুযোগ ছিল তাদের। তবে তা না হলেও শেষ ষোলো নিশ্চিত হওয়ায় হাসি মুখেই মাঠ ছেড়েছে দলটি। কোস্টারিকার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে তারা। অপর ম্যাচে সার্বিয়ার বিপক্ষে জয় তুলে এ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল।
27 June 2018, 19:55 PM

পাওলিনহো, সিলভার গোলে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল

বর্তমান চ্যাম্পিয়ন জার্মানির বিদায়ের তীব্রতা বিশ্বকাপ সইতে না সইতেই ব্রাজিলের খেলা। তারা হারানোর ভয়ে যেন ছিল বিশ্বকাপও। ব্রাজিলের সামনে যদিও অমন শঙ্কা কিছু ছিল না, ড্র করলেই চলত। তবে পচা শামুকে পা কাটতে আর কতক্ষণ। সার্বিয়াকে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা সে সুযোগ দেয়নি। পাওলিনহো আর থিয়াগো সিলভার দুই গোলে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরের রাউন্ডে উঠেছে সেলেসাওরা।
27 June 2018, 19:54 PM

পদত্যাগ করছেন জোয়াকিম লো!

এক যুগ থেকে জার্মানির কোচ তিনি। ২০১৪ সালে ২৪ বছর পর দলকে জিতিয়েছিলেন বিশ্বকাপ। সেই বিশ্বজয়ী কোচ জোয়ামিক লো এবার জার্মানিকে প্রথম রাউন্ড পার করতে পারেননি। ১৯৩৮ সালের পর এমন ঘটনা আর ঘটেনি। আর তাই প্রধান কোচের পদ ছাড়ার কথা ভাবছেন তিনি।
27 June 2018, 17:25 PM

জার্মানি হারায় মন খারাপ মাশরাফির

বিশ্বকাপ থেকে বাদ পড়ল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। আর তাতে যেন বিশ্বকাপের রংধনু থেকে একটি রঙ খসে পড়ল। যে দলটি বিশ্বকাপ ইতিহাসে কখনোই গ্রুপ পর্ব থেকে বাদ পড়েনি, এবার তারাও নিল সে স্বাদ। আর তাতেই মন খারাপ বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার।
27 June 2018, 17:21 PM

অবিশ্বাস্য বাকঁ বদলের পর দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো আর সুইডেন

ম্যাচ শেষ । ৩-০ গোলে সুইডেনের কাছে হেরেও মাঠের মধ্যে প্রতীক্ষায় মেক্সিকোর খেলোয়াড়রা। গ্যালারি ভরপুর সমর্থকদেরও উদ্বেগ নিয়ে অপেক্ষা। খানিক পরই তা রূপ নিল আনন্দে। দক্ষিণ কোরিয়ার কাছে জার্মানি হেরে যাওয়ায় সুইডেনের কাছে বিধ্বস্ত হয়েও দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে মেক্সিকো।
27 June 2018, 15:56 PM

বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে বিদায় করে দিল দ. কোরিয়া

আগের ম্যাচে সুইডেনের বিপক্ষে অতিরিক্ত সময়ে রূপকথার গল্প লিখেছিল বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি। শেষ মুহূর্তে গোল দিয়ে বিশ্বকাপে টিকে ছিল দলটি। কিন্তু এদিন দক্ষিণ কোরিয়ার বিপক্ষে আর হলো না। উল্টো অতিরিক্ত সময়ে ২টি গোল খেয়ে গ্রুপ পর্ব থেকে বিদায় নিল দলটি। বিদায় নিয়েছে কোরিয়াও। তবে বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে হাসি মুখেই মাঠ ছেড়েছে দলটি।
27 June 2018, 15:42 PM

ভাগ্য নিজেদের হাতেই রাখতে চান জার্মান কোচ

অন্য কারোর উপর ভরসা না করে নিজেদের ভাগ্য নিজেদের হাতে রাখার জন্য শিষ্যদের আহবান জানালেন জার্মান কোচ জোয়াকিম লো। দক্ষিণ কোরিয়াকে প্রতিআক্রমণে ‘দ্রুতগতির, ক্ষিপ্র ও ভয়ংকর’ দল হিসেবে আখ্যা দিয়ে জার্মান কোচ বলেছেন, তাদেরকে আটকানোর জন্য সর্বোচ্চ সতর্ক থাকতে হবে জার্মানিকে।
27 June 2018, 12:32 PM

নেইমার যতবার লুটিয়ে পড়বেন ততবার ফ্রি’তে মদ!

এই বিশ্বকাপে এখনও পর্যন্ত যতটা না খেলার কারণে, তার চেয়েও বেশি অন্য কারণে আলোচনায় এসেছেন নেইমার। কোস্টারিকা ম্যাচে একটি দৃশ্য বারবার দেখা গেছে, একটু পরপর মাটিতে পড়ছেন নেইমার। কয়েকটি ছিল বাজে ট্যাকল, কয়েকটিতে তিনি নিজেই আছড়ে পড়েছেন। এবার নেইমারের এই পড়ে যাওয়া নিয়েই ব্যবসার ফন্দি ব্রাজিলের একটি পাবের। ঘোষণা দিয়েছে, সার্বিয়ার বিপক্ষে ম্যাচে যতবার মাটিতে পড়বেন নেইমার, ততবার ভোক্তাদের ফ্রি’তে মদ দেবে তারা!
27 June 2018, 10:23 AM

সংখ্যায় সংখ্যায় জার্মানি-দক্ষিণ কোরিয়া ম্যাচ

গ্রুপ ‘এফ’ এর ম্যাচ মানেই যেন নাটকীয়তায় ভরপুর। সব নাটকের শেষ অঙ্ক মঞ্চস্থ হবে আজ। শিরোপা ধরে রাখার মিশনে আসা জার্মানির উপর আজ থাকবে জয়ের চাপ। তার আগে দেখে নেয়া যাক জার্মানি-দক্ষিণ কোরিয়া ম্যাচের উল্লেখযোগ্য পরিসংখ্যানগুলো।
27 June 2018, 10:00 AM

সংখ্যায় সংখ্যায় ব্রাজিল-সার্বিয়া ম্যাচ

ম্যাচটা দুই দলের জন্যই সমান গুরুত্বপূর্ণ। ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত ব্রাজিলের, অপরদিকে সুইজারল্যান্ডকে টপকে পরের পর্বে যেতে হলে জয়ের বিকল্প নেই সার্বিয়ার সামনে। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে তাই পরিসংখ্যানের দিকে একবার চোখ বুলিয়ে নেয়া যাক।
27 June 2018, 09:44 AM

শেষ ষোলোতেই মুখোমুখি ব্রাজিল-জার্মানি?

গত বিশ্বকাপের সেমিফাইনালের কথা বোধহয় ভোলেননি কোন ব্রাজিল সমর্থকই। ঘরের মাঠে বিশ্বকাপ জেতার স্বপ্ন মুখ থুবড়ে পড়েছিল জার্মান আধিপত্যের কাছে। বেলো হরিজন্তের সেই ম্যাচের প্রতিশোধ নেওয়ার উপলক্ষ্য এবার বেশ আগেভাগেই পেয়ে যেতে পারে ব্রাজিল। শেষ ষোলোতেই যে মুখোমুখি হওয়ার সমূহ সম্ভাবনা দুই দলের।
27 June 2018, 08:45 AM

ব্রাজিল বনাম সার্বিয়া : ভবিষ্যদ্বাণী, একাদশ ও রেকর্ড

দারুণ একটি দল নিয়ে রাশিয়ায় পা রেখেছে ব্রাজিল। প্রথম ম্যাচে প্রত্যাশা পূরণে ব্যর্থ হলেও দ্বিতীয় ম্যাচে জ্বলে উঠেছে দলটি। আত্মবিশ্বাসটা ফিরে পেয়েছে। প্রতিপক্ষ হিসেবে সার্বিয়া বেশ কঠিনই। তবে নেইমার-কৌতিনহোরা জ্বলে উঠলে সব কিছুই সম্ভব। ওই দিকেও সার্বিয়াও চাইবে জয় তুলে দ্বিতীয় রাউন্ডে নাম লেখাতে। তাই বেশ জমজমাট একটি লড়াইয়ের প্রত্যাশা করাই যায়।
27 June 2018, 07:44 AM

চরম নাটকীয়তার অপেক্ষায় জার্মানির গ্রুপ ‘এফ’

একবার ভেবে দেখুন, তিন ম্যাচ থেকে ছয় পয়েন্ট নিয়েও গ্রুপ পর্ব থেকেই বাদ পড়তে হচ্ছে কোন দলকে! গ্রুপ ‘এফ’ এর এখন এমনই অবস্থা, এমন পরিস্থিতির উদ্ভব হওয়ার সম্ভাবনাকেও তাই একেবারেই উড়িয়ে দেয়া যাচ্ছে না।
27 June 2018, 07:38 AM

জার্মানি বনাম দক্ষিণ কোরিয়া : ভবিষ্যদ্বাণী, একাদশ ও রেকর্ড

প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে শেষ মুহূর্তে জয়। সময়টা ভালো যাচ্ছে না বর্তমান চ্যাম্পিয়ন জার্মানির। দলের ভেতরেও রয়েছে কোন্দল। তবে সব ছেড়ে নতুন লক্ষ্যেই মাঠে নামবে দলটি। জিতলেই যে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত তাও নয়। রাখতে হবে গোল ব্যবধান। একইভাবে ভাগ্যটা সুতোয় ঝুলে আছে দক্ষিণ কোরিয়ারও। দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সমীকরণ অনেক কঠিন। জার্মানদের বিপক্ষে জিততে তো হবেই, প্রত্যাশা করতে হবে সুইডিশদের হারের। তাই মরণ কামড়ই দেবে এশিয়ান টাইগাররা।
27 June 2018, 07:19 AM

শেষ ষোলোতে যেতে ব্রাজিলের সামনে যত সমীকরণ

রাশিয়া বিশ্বকাপের মতো এত নাটক বোধহয় সাম্প্রতিক সময়ে আর কোন বিশ্বকাপে দেখা যায়নি। প্রতিটি গ্রুপেই চলছে চরম নাটকীয়তা, শেষ ম্যাচের আগে নিশ্চিত করে বলা যাচ্ছে না কে যাবে পরের পর্বে। নাটকীয়তা এমনই চূড়ান্ত রূপ নিয়েছে, আর্জেন্টিনার সমান চার পয়েন্ট নিয়েও বাদ পড়তে হতে পারে ব্রাজিলকেও।
27 June 2018, 06:55 AM

‘মেসি জানে প্রতিদিন কতটা প্যাশন নিয়ে আমি কাজ করি’

আর্জেন্টিনা খাদের কিনারে চলে যাওয়ার পর সমচেয়ে বেশি সমালোচনায় পড়েন কোচ হোর্হে সাম্পওলি। নাইজেরিয়ার বিপক্ষে শেষ বাঁশি বাজার পর লিওনেল মেসিরা যখন বাঁধভাঙা উল্লাসে মত্ত, সাম্পাওলি আবেগ দেখিয়েছেন ভিন্নভাবে। তখন তিনি সোজা হাঁটা ধরেন ড্রেসিং রুমের দিকে। স্বস্তির সঙ্গে হয়ত মিশে ছিল অভিমান। পরে এসে যোগ দেন উৎসবে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে অবশ্য খুলেছেন পুরো আগল।
27 June 2018, 06:45 AM

পরিষ্কার পেনাল্টি থেকে বঞ্চিত হয়েছি আমরা: নাইজেরিয়া অধিনায়ক

ম্যাচে সমতা ফেরানো গোলটা নাইজেরিয়া পেয়েছে পেনাল্টি থেকেই। নাইজেরিয়া অধিনায়ক জন ওবি মিকেলের বিশ্বাস, আরেকটি পরিষ্কার পেনাল্টি থেকে বঞ্চিত করা হয়েছে তাদের।
27 June 2018, 06:08 AM

স্নায়ুচাপে অসুস্থ হয়ে পড়েন ম্যারাডোনা

ম্যাচের শেষ হওয়ার আর মিনিট কয়েকবাকি। আর্জেন্টিনা গোল দিতে পারছে না, পর্দায় ভেসে উঠছে ডিয়েগো ম্যারাডোনার মুখ। তার চেহেরায় অস্থিরতা বুঝিয়ে দিচ্ছে গোটা পরিস্থিতির আবহ। ৮৬ মিনিটে মার্কোস রোহোর গোলের পর সেই অস্থিরতা রূপ নেয় বুনো উল্লাসে। আবেগের এই উঠানামা ঠিক নিতে পারেনি ম্যারাডোনার শরীর। রক্তচাপ কমে যাওয়ায় তাকে চিকিৎসা দেওয়া হয়।
27 June 2018, 05:51 AM

'ঈশ্বর চেয়েছেন বলেই দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা'

দারুণ রোমাঞ্চকর এক জয় পেয়েছে আর্জেন্টিনা। আর তাতেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত। অথচ ম্যাচের পর্যায়ে মনে হয়েছিল ২০০২ বিশ্বকাপের পরিণতিই হতে যাচ্ছে তাদের। আর তা না হওয়ায় ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছেন দলের অধিনায়ক লিওনেল মেসি। ঈশ্বর চেয়েছিলেন বলেই আর্জেন্টিনা দ্বিতীয় রাউন্ডে উঠতে পেরেছেন বলে মনে করেন এ ক্ষুদে জাদুকর।
26 June 2018, 21:05 PM