মেক্সিকো ম্যাচের আগে দুঃসংবাদ ব্রাজিলের
সার্বিয়ার বিপক্ষে ম্যাচের মাত্র নয় মিনিটে চোট পেয়ে কান্নাভেজা চোখে উঠে গিয়েছিলেন মার্সেলো। সেই চোটের কারণেই শেষ ষোলোতে মেক্সিকোর বিপক্ষে ম্যাচে মাঠে নামতে পারছেন না তিনি। ব্রাজিল কোচ তিতে নিশ্চিত করেছেন, শেষ ষোলোতে খেলবেন না মার্সেলো।
2 July 2018, 05:24 AM
টাইব্রেকারের রোমাঞ্চের পর কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়া
খেলার শুরুর পাঁচ মিনিটেই দুই গোল। শেষ দিকে গিয়ে উত্তাপ, লুকা মদ্রিচের পেনাল্টি মিস। পরে দুই গোলরক্ষক ক্যাসপার স্মাইকেল আর ড্যানিয়েল সোভাসিচের বীরত্বের টানটান উত্তেজনার টাইব্রেকারের পর শেষ হাসি হেসেছে ক্রোয়েশিয়া।
1 July 2018, 20:50 PM
টাইব্রেকারের আশাতেই ছিলেন রাশিয়ান গোলরক্ষক
নির্ধারিত সময় শেষ হয়েছে ১-১ গোলে। কিন্তু বোঝাতে পারছে না ম্যাচের চিত্র। প্রায় ৮০ ভাগ বল দখলে রেখে পুরোটা সময় আক্রমণ করে গেছে স্পেন। দাঁতে দাঁত চেপে তা সামলেছে রাশিয়ার রক্ষণ। সেখানে অতন্দ্র প্রহরী ছিলেন ইগর আকিনফিভ। ম্যাচ শেষে বললেন খেলাটা টাইব্রেকারে নিয়ে যাওয়াই ছিল তাদের লক্ষ্য।
1 July 2018, 18:19 PM
টাইব্রেকারে স্পেনের হৃদয় ভেঙে শেষ আটে রাশিয়া
লড়াইটা ছিল যেন রাশিয়ান গোলরক্ষক ইগোর আকিনফেভ আর পুরো স্পেন দলের বিপক্ষে। পুরো ম্যাচে দুর্দান্ত খেলেছেন এ গোলরক্ষক। অবিশ্বাস্য কিছু সেভ করেছেন। মাঝে মধ্যে তো অতিমানবীয়। শেষে টাই-ব্রেকারে ফেরালেন দু’টি শট। আর তাতেই কোয়ার্টার ফাইনালের টিকেট কাটে রাশিয়া। স্বপ্নভঙ্গ হয় স্প্যানিশদের।
1 July 2018, 16:32 PM
ব্রাজিলিয়ান গোলরক্ষককে পেতে ৭০ মিলিয়ন ইউরোর প্রস্তাব চেলসির
বিশ্বকাপে ভালো খেলে অনেক অখ্যাত খেলোয়াড়ই তারকা খ্যাতি পেয়ে থাকেন। চলতি আসরেও তার ব্যতিক্রম নয়। অনেকের মধ্যে ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন বেকেরও আছেন আলোচনায়। শুধু তাই নয়, তাকে পেতে চাইছে অনেক জায়ান্ট ক্লাবই। ইংলিশ জায়ান্ট চেলসি এর মধ্যেই ৭০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে সংবাদ প্রকাশ করেছে স্কাই স্পোর্টস ইতালিয়া।
1 July 2018, 13:07 PM
‘জার্সির নামের ভারেই জিততে পারবে না ব্রাজিল’
রাশিয়া বিশ্বকাপের জন্য কাগজে কলমে অন্তত ফেভারিট ছিল জার্মানি। কিন্তু সেই ফেভারিট তত্ত্বকে বুড়ো আঙুল দেখিয়ে বিশ্বকাপ থেকে বিদায় ঘটেছে জার্মানির। ব্রাজিলীয় মিডফিল্ডার ক্যাসেমিরো তাই এই ঘটনা থেকে নিজেদের সতর্কতা হিসেবে। তার মতে ফেভারিট তকমা দিয়ে ফুটবল খেলা হয় না।
1 July 2018, 10:23 AM
এমবাপে রোনাল্ডোর চেয়েও দ্রুতগতির!
কিলিয়ান এমবাপের গতি সম্পর্কে গতকাল ভালোই ধারণা পেয়েছে আর্জেন্টিনা। গতি দিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছেন আর্জেন্টিনার রক্ষণভাগকে। এমবাপের গতিতে মুগ্ধ ফ্রান্স কোচ দেশমও। এতটাই মুগ্ধ তিনি, ১৯ বছর বয়সী স্ট্রাইকারকে দিয়ে বসেছেন বড় এক সার্টিফিকেটই। বলেছেন, এমবাপে রোনাল্ডোর চেয়েও দ্রুতগতির!
1 July 2018, 10:12 AM
এবার একেবারে ফাইনালে চোখ উরুগুয়ের
পর্তুগাল বাধা পেরিয়ে কোয়ার্টারে উঠেছে সুয়ারেজ-কাভানিরা। কোয়ার্টারে মোকাবেলা করতে হবে শক্তিশালী ফ্রান্সকে। ওটা পেরুতে পারলে সেমিফাইনালে থাকবে আরও বড় চ্যালেঞ্জ। তবে সব ছাপিয়ে সরাসরি ফাইনালের দিকে দৃষ্টি দিচ্ছেন উরুগুয়ে কোচ অস্কার তাবারেজ।
1 July 2018, 09:59 AM
‘গোল্ডেন বল জিতবেন মদ্রিচ’
রাশিয়া বিশ্বকাপে এখনও পর্যন্ত দুরন্ত ফর্মে আছেন ক্রোয়েশিয়া অধিনায়ক লুকা মদ্রিচ। দুই ম্যাচে শুধু দুই গোলই করেননি, পুরো ক্রোয়েশিয়ার মাঝমাঠ নিয়ন্ত্রণ করছেন তিনি। আর তাঁর নেতৃত্বে ক্রোয়েশিয়াও ছুটছে অপ্রতিরোধ্যভাবে। ক্রোয়েশিয়া কোচ জলাতকো দালিচ তাই আশা প্রকাশ করেছেন, এবারের গোল্ডেন বল জিতবেন মদ্রিচই।
1 July 2018, 09:50 AM
স্বাগতিক ‘ফাঁড়া’ কাটাতে চায় স্পেন
বিশ্বকাপে স্বাগতিক দেশের বিপক্ষে যেন ‘ফাঁড়া’ আছে স্পেন দলের। বিশ্বকাপ ইতিহাসে এখনও পর্যন্ত কোন স্বাগতিক দেশের মুখোমুখি হয়ে জিততে পারেনি স্পেন। তবে স্প্যানিশ কোচ ফার্নান্দো হিয়েরো বলছেন, এবার এই বাধা পেরুতে প্রস্তুত তাদের দল।
1 July 2018, 09:15 AM
ক্রোয়েশিয়া বনাম ডেনমার্ক : ভবিষ্যদ্বাণী, একাদশ ও রেকর্ড
গ্রুপ পর্বের লড়াই শেষ। এবার শুরু নকআউট পর্ব। হারলেই বিদায়। তাই সর্বোচ্চটা বাজি রেখেই খেলবে দলগুলো। এদিন দিনের দ্বিতীয় ম্যাচে ১৯৯৮ সালের সেমিফাইনালিস্ট ক্রোয়েশিয়ার মোকাবেলা করবে ১৯৯২ সালের ইউরো চ্যাম্পিয়ন ডেনমার্ক।
1 July 2018, 08:48 AM
কেবল নক্ষত্র পতন নয়, উত্থানেরও তো রাত
এক রাতেই বিশ্বকাপ থেকে বিদায় হয়েছে সময়ের সেরা দুই ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর। এই দুই নক্ষত্রের পতনে হাহাকার ঝরছে, বিশ্বকাপের জৌলুস হারানোর কথাও বলছেন কেউ কেউ। কিন্তু একই রাতে কি নতুন নক্ষত্রের দেখাও মেলেনি!
1 July 2018, 07:53 AM
স্পেন বনাম রাশিয়া : ভবিষ্যদ্বাণী, একাদশ ও রেকর্ড
গ্রুপ পর্বের লড়াই শেষ। এবার শুরু নকআউট পর্ব। হারলেই বিদায়। তাই সর্বোচ্চটা বাজি রেখেই খেলবে দলগুলো। এদিন দিনের প্রথম ম্যাচে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের মোকাবেলা করবে স্বাগতিক রাশিয়া।
1 July 2018, 07:32 AM
তবু পদত্যাগ করছেন না সাম্পাওলি
বিশ্বকাপে ভালো করার স্বপ্ন নিয়েই হোর্হে সাম্পাওলিকে কোচ করে নিয়ে এসেছিল আর্জেন্টিনা। কোচ হিসেবে সাম্পাওলির অতীত সাফল্যের ভেলায় চড়ে স্বপ্ন দেখতেও শুরু করেছিল আর্জেন্টিনা সমর্থকেরা। তবে সেই স্বপ্ন বাস্তবতার জমিনে মুখ থুবড়ে পড়তে সময় লাগেনি বেশি। রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে সাম্পাওলির আর্জেন্টিনা।
1 July 2018, 07:04 AM
কোয়ার্টারে নয়, এয়ারপোর্টেই ‘দেখা’ মেসি-রোনালদোর
গ্রুপ পর্ব শেষ হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে সম্ভাবনাটা বেশ ঘুরে বেড়াচ্ছিল। চারবার বিশ্বকাপ খেলেও কখনো মুখোমুখি হননি মেসি-রোনালদো, এবার সেই সম্ভাবনা তৈরি হয়েছিল বেশ ভালোভাবেই। শেষ ষোলোতে নিজ নিজ ম্যাচে জিততে পারলেই কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতেন সময়ের দুই মহাতারকা।
1 July 2018, 06:55 AM
কোয়ার্টারে নয়, এয়ারপোর্টেই ‘দেখা’ মেসি-রোনালদোর
গ্রুপ পর্ব শেষ হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে সম্ভাবনাটা বেশ ঘুরে বেড়াচ্ছিল। চারবার বিশ্বকাপ খেলেও কখনো মুখোমুখি হননি মেসি-রোনালদো, এবার সেই সম্ভাবনা তৈরি হয়েছিল বেশ ভালোভাবেই। শেষ ষোলোতে নিজ নিজ ম্যাচে জিততে পারলেই কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতেন সময়ের দুই মহাতারকা।
1 July 2018, 06:53 AM
‘মেসির সেরাটা বের করার সবরকম চেষ্টাই করেছে আর্জেন্টিনা’
পুরো টুর্নামেন্ট জুড়েই যেন নিজের সেরা ফর্মের ধারেকাছে যেতে পারেননি লিওনেল মেসি। অনেকেই এর কারণ হিসেবে দায়ী করছেন সাম্পাওলির মেসিকে ঠিকভাবে ব্যবহার না করতে পারাকে। তবে সাম্পাওলি বলছেন, মেসির সেরাটা বের করে আনার সবরকম চেষ্টাই করেছেন তিনি।
1 July 2018, 06:16 AM
এমবাপেকে শুভকামনা জানালেন পেলে
শুধু জোড়া গোলই করেননি, আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে দারুণ একটি কৃতিত্বও দেখিয়েছেন কিলিয়ান এমবাপে। পেলের পর প্রথম টিনএজার হিসেবে বিশ্বকাপের এক ম্যাচে দুই গোল করার অসাধারণ কৃতিত্ব দেখিয়েছেন ১৯ বছর বয়সী এমবাপে। ম্যাচশেষে এই অনুভূতি নিশ্চয়ই আরও মধুর ঠেকেছে তাঁর কাছে। যার রেকর্ড ছুঁয়েছেন, সেই পেলেই যে শুভেচ্ছা জানিয়েছেন এমবাপেকে।
1 July 2018, 06:06 AM
‘নেইমার স্বরূপে ফিরবেন’
টুর্নামেন্টে এক গোল করলেও এখনও নিজের সেরাটা দিতে পারেননি নেইমার। কিন্তু নেইমারের সাবেক বার্সা সতীর্থ ইভান রাকিটিচের বিশ্বাস, আরেকটু সময় পেলে ঠিকই স্বরূপে ফিরবেন নেইমার।
1 July 2018, 04:57 AM
কাভানির জোড়া গোলে রোনালদোর পর্তুগালকে বিদায় করল উরুগুয়ে
চলতি আসরে প্রথমবারের মতো গোল হজম করল উরুগুয়ে। তারপরও বড় ক্ষতি হতে দেননি এডিসন কাভানি। দারুণ দুটি ফিনিশিংয়ে জোড়া গোল করে একাই পার্থক্য গড়ে দিয়েছেন ম্যাচের। এ পিএসজি তারকার নৈপুণ্যেই ২-০ গোলে পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে নাম লেখায় দুইবারের চ্যাম্পিয়ন উরুগুয়ে।
30 June 2018, 19:50 PM
মেক্সিকো ম্যাচের আগে দুঃসংবাদ ব্রাজিলের
সার্বিয়ার বিপক্ষে ম্যাচের মাত্র নয় মিনিটে চোট পেয়ে কান্নাভেজা চোখে উঠে গিয়েছিলেন মার্সেলো। সেই চোটের কারণেই শেষ ষোলোতে মেক্সিকোর বিপক্ষে ম্যাচে মাঠে নামতে পারছেন না তিনি। ব্রাজিল কোচ তিতে নিশ্চিত করেছেন, শেষ ষোলোতে খেলবেন না মার্সেলো।
2 July 2018, 05:24 AM
টাইব্রেকারের রোমাঞ্চের পর কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়া
খেলার শুরুর পাঁচ মিনিটেই দুই গোল। শেষ দিকে গিয়ে উত্তাপ, লুকা মদ্রিচের পেনাল্টি মিস। পরে দুই গোলরক্ষক ক্যাসপার স্মাইকেল আর ড্যানিয়েল সোভাসিচের বীরত্বের টানটান উত্তেজনার টাইব্রেকারের পর শেষ হাসি হেসেছে ক্রোয়েশিয়া।
1 July 2018, 20:50 PM
টাইব্রেকারের আশাতেই ছিলেন রাশিয়ান গোলরক্ষক
নির্ধারিত সময় শেষ হয়েছে ১-১ গোলে। কিন্তু বোঝাতে পারছে না ম্যাচের চিত্র। প্রায় ৮০ ভাগ বল দখলে রেখে পুরোটা সময় আক্রমণ করে গেছে স্পেন। দাঁতে দাঁত চেপে তা সামলেছে রাশিয়ার রক্ষণ। সেখানে অতন্দ্র প্রহরী ছিলেন ইগর আকিনফিভ। ম্যাচ শেষে বললেন খেলাটা টাইব্রেকারে নিয়ে যাওয়াই ছিল তাদের লক্ষ্য।
1 July 2018, 18:19 PM
টাইব্রেকারে স্পেনের হৃদয় ভেঙে শেষ আটে রাশিয়া
লড়াইটা ছিল যেন রাশিয়ান গোলরক্ষক ইগোর আকিনফেভ আর পুরো স্পেন দলের বিপক্ষে। পুরো ম্যাচে দুর্দান্ত খেলেছেন এ গোলরক্ষক। অবিশ্বাস্য কিছু সেভ করেছেন। মাঝে মধ্যে তো অতিমানবীয়। শেষে টাই-ব্রেকারে ফেরালেন দু’টি শট। আর তাতেই কোয়ার্টার ফাইনালের টিকেট কাটে রাশিয়া। স্বপ্নভঙ্গ হয় স্প্যানিশদের।
1 July 2018, 16:32 PM
ব্রাজিলিয়ান গোলরক্ষককে পেতে ৭০ মিলিয়ন ইউরোর প্রস্তাব চেলসির
বিশ্বকাপে ভালো খেলে অনেক অখ্যাত খেলোয়াড়ই তারকা খ্যাতি পেয়ে থাকেন। চলতি আসরেও তার ব্যতিক্রম নয়। অনেকের মধ্যে ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন বেকেরও আছেন আলোচনায়। শুধু তাই নয়, তাকে পেতে চাইছে অনেক জায়ান্ট ক্লাবই। ইংলিশ জায়ান্ট চেলসি এর মধ্যেই ৭০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে সংবাদ প্রকাশ করেছে স্কাই স্পোর্টস ইতালিয়া।
1 July 2018, 13:07 PM
‘জার্সির নামের ভারেই জিততে পারবে না ব্রাজিল’
রাশিয়া বিশ্বকাপের জন্য কাগজে কলমে অন্তত ফেভারিট ছিল জার্মানি। কিন্তু সেই ফেভারিট তত্ত্বকে বুড়ো আঙুল দেখিয়ে বিশ্বকাপ থেকে বিদায় ঘটেছে জার্মানির। ব্রাজিলীয় মিডফিল্ডার ক্যাসেমিরো তাই এই ঘটনা থেকে নিজেদের সতর্কতা হিসেবে। তার মতে ফেভারিট তকমা দিয়ে ফুটবল খেলা হয় না।
1 July 2018, 10:23 AM
এমবাপে রোনাল্ডোর চেয়েও দ্রুতগতির!
কিলিয়ান এমবাপের গতি সম্পর্কে গতকাল ভালোই ধারণা পেয়েছে আর্জেন্টিনা। গতি দিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছেন আর্জেন্টিনার রক্ষণভাগকে। এমবাপের গতিতে মুগ্ধ ফ্রান্স কোচ দেশমও। এতটাই মুগ্ধ তিনি, ১৯ বছর বয়সী স্ট্রাইকারকে দিয়ে বসেছেন বড় এক সার্টিফিকেটই। বলেছেন, এমবাপে রোনাল্ডোর চেয়েও দ্রুতগতির!
1 July 2018, 10:12 AM
এবার একেবারে ফাইনালে চোখ উরুগুয়ের
পর্তুগাল বাধা পেরিয়ে কোয়ার্টারে উঠেছে সুয়ারেজ-কাভানিরা। কোয়ার্টারে মোকাবেলা করতে হবে শক্তিশালী ফ্রান্সকে। ওটা পেরুতে পারলে সেমিফাইনালে থাকবে আরও বড় চ্যালেঞ্জ। তবে সব ছাপিয়ে সরাসরি ফাইনালের দিকে দৃষ্টি দিচ্ছেন উরুগুয়ে কোচ অস্কার তাবারেজ।
1 July 2018, 09:59 AM
‘গোল্ডেন বল জিতবেন মদ্রিচ’
রাশিয়া বিশ্বকাপে এখনও পর্যন্ত দুরন্ত ফর্মে আছেন ক্রোয়েশিয়া অধিনায়ক লুকা মদ্রিচ। দুই ম্যাচে শুধু দুই গোলই করেননি, পুরো ক্রোয়েশিয়ার মাঝমাঠ নিয়ন্ত্রণ করছেন তিনি। আর তাঁর নেতৃত্বে ক্রোয়েশিয়াও ছুটছে অপ্রতিরোধ্যভাবে। ক্রোয়েশিয়া কোচ জলাতকো দালিচ তাই আশা প্রকাশ করেছেন, এবারের গোল্ডেন বল জিতবেন মদ্রিচই।
1 July 2018, 09:50 AM
স্বাগতিক ‘ফাঁড়া’ কাটাতে চায় স্পেন
বিশ্বকাপে স্বাগতিক দেশের বিপক্ষে যেন ‘ফাঁড়া’ আছে স্পেন দলের। বিশ্বকাপ ইতিহাসে এখনও পর্যন্ত কোন স্বাগতিক দেশের মুখোমুখি হয়ে জিততে পারেনি স্পেন। তবে স্প্যানিশ কোচ ফার্নান্দো হিয়েরো বলছেন, এবার এই বাধা পেরুতে প্রস্তুত তাদের দল।
1 July 2018, 09:15 AM
ক্রোয়েশিয়া বনাম ডেনমার্ক : ভবিষ্যদ্বাণী, একাদশ ও রেকর্ড
গ্রুপ পর্বের লড়াই শেষ। এবার শুরু নকআউট পর্ব। হারলেই বিদায়। তাই সর্বোচ্চটা বাজি রেখেই খেলবে দলগুলো। এদিন দিনের দ্বিতীয় ম্যাচে ১৯৯৮ সালের সেমিফাইনালিস্ট ক্রোয়েশিয়ার মোকাবেলা করবে ১৯৯২ সালের ইউরো চ্যাম্পিয়ন ডেনমার্ক।
1 July 2018, 08:48 AM
কেবল নক্ষত্র পতন নয়, উত্থানেরও তো রাত
এক রাতেই বিশ্বকাপ থেকে বিদায় হয়েছে সময়ের সেরা দুই ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর। এই দুই নক্ষত্রের পতনে হাহাকার ঝরছে, বিশ্বকাপের জৌলুস হারানোর কথাও বলছেন কেউ কেউ। কিন্তু একই রাতে কি নতুন নক্ষত্রের দেখাও মেলেনি!
1 July 2018, 07:53 AM
স্পেন বনাম রাশিয়া : ভবিষ্যদ্বাণী, একাদশ ও রেকর্ড
গ্রুপ পর্বের লড়াই শেষ। এবার শুরু নকআউট পর্ব। হারলেই বিদায়। তাই সর্বোচ্চটা বাজি রেখেই খেলবে দলগুলো। এদিন দিনের প্রথম ম্যাচে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের মোকাবেলা করবে স্বাগতিক রাশিয়া।
1 July 2018, 07:32 AM
তবু পদত্যাগ করছেন না সাম্পাওলি
বিশ্বকাপে ভালো করার স্বপ্ন নিয়েই হোর্হে সাম্পাওলিকে কোচ করে নিয়ে এসেছিল আর্জেন্টিনা। কোচ হিসেবে সাম্পাওলির অতীত সাফল্যের ভেলায় চড়ে স্বপ্ন দেখতেও শুরু করেছিল আর্জেন্টিনা সমর্থকেরা। তবে সেই স্বপ্ন বাস্তবতার জমিনে মুখ থুবড়ে পড়তে সময় লাগেনি বেশি। রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে সাম্পাওলির আর্জেন্টিনা।
1 July 2018, 07:04 AM
কোয়ার্টারে নয়, এয়ারপোর্টেই ‘দেখা’ মেসি-রোনালদোর
গ্রুপ পর্ব শেষ হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে সম্ভাবনাটা বেশ ঘুরে বেড়াচ্ছিল। চারবার বিশ্বকাপ খেলেও কখনো মুখোমুখি হননি মেসি-রোনালদো, এবার সেই সম্ভাবনা তৈরি হয়েছিল বেশ ভালোভাবেই। শেষ ষোলোতে নিজ নিজ ম্যাচে জিততে পারলেই কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতেন সময়ের দুই মহাতারকা।
1 July 2018, 06:55 AM
কোয়ার্টারে নয়, এয়ারপোর্টেই ‘দেখা’ মেসি-রোনালদোর
গ্রুপ পর্ব শেষ হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে সম্ভাবনাটা বেশ ঘুরে বেড়াচ্ছিল। চারবার বিশ্বকাপ খেলেও কখনো মুখোমুখি হননি মেসি-রোনালদো, এবার সেই সম্ভাবনা তৈরি হয়েছিল বেশ ভালোভাবেই। শেষ ষোলোতে নিজ নিজ ম্যাচে জিততে পারলেই কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতেন সময়ের দুই মহাতারকা।
1 July 2018, 06:53 AM
‘মেসির সেরাটা বের করার সবরকম চেষ্টাই করেছে আর্জেন্টিনা’
পুরো টুর্নামেন্ট জুড়েই যেন নিজের সেরা ফর্মের ধারেকাছে যেতে পারেননি লিওনেল মেসি। অনেকেই এর কারণ হিসেবে দায়ী করছেন সাম্পাওলির মেসিকে ঠিকভাবে ব্যবহার না করতে পারাকে। তবে সাম্পাওলি বলছেন, মেসির সেরাটা বের করে আনার সবরকম চেষ্টাই করেছেন তিনি।
1 July 2018, 06:16 AM
এমবাপেকে শুভকামনা জানালেন পেলে
শুধু জোড়া গোলই করেননি, আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে দারুণ একটি কৃতিত্বও দেখিয়েছেন কিলিয়ান এমবাপে। পেলের পর প্রথম টিনএজার হিসেবে বিশ্বকাপের এক ম্যাচে দুই গোল করার অসাধারণ কৃতিত্ব দেখিয়েছেন ১৯ বছর বয়সী এমবাপে। ম্যাচশেষে এই অনুভূতি নিশ্চয়ই আরও মধুর ঠেকেছে তাঁর কাছে। যার রেকর্ড ছুঁয়েছেন, সেই পেলেই যে শুভেচ্ছা জানিয়েছেন এমবাপেকে।
1 July 2018, 06:06 AM
‘নেইমার স্বরূপে ফিরবেন’
টুর্নামেন্টে এক গোল করলেও এখনও নিজের সেরাটা দিতে পারেননি নেইমার। কিন্তু নেইমারের সাবেক বার্সা সতীর্থ ইভান রাকিটিচের বিশ্বাস, আরেকটু সময় পেলে ঠিকই স্বরূপে ফিরবেন নেইমার।
1 July 2018, 04:57 AM
কাভানির জোড়া গোলে রোনালদোর পর্তুগালকে বিদায় করল উরুগুয়ে
চলতি আসরে প্রথমবারের মতো গোল হজম করল উরুগুয়ে। তারপরও বড় ক্ষতি হতে দেননি এডিসন কাভানি। দারুণ দুটি ফিনিশিংয়ে জোড়া গোল করে একাই পার্থক্য গড়ে দিয়েছেন ম্যাচের। এ পিএসজি তারকার নৈপুণ্যেই ২-০ গোলে পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে নাম লেখায় দুইবারের চ্যাম্পিয়ন উরুগুয়ে।
30 June 2018, 19:50 PM