অনিয়মে ডেল্টা লাইফ ইন্সুরেন্সের ক্ষতি ৩ হাজার ৬৮৭ কোটি টাকা
তহবিল আত্মসাৎ, দুর্নীতি, রাজস্ব ফাঁকি এবং স্থগিত বোর্ড ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩ হাজার ৬৮৭ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
নতুন এক নিরীক্ষায় এ তথ্য উঠে এসেছে।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নিয়োগ করা অডিট ফার্ম একনাবিন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস এ নিরীক্ষা চালায়। নিরীক্ষার ফলাফল এখনও প্রকাশ করা হয়নি।
গত ১ ডিসেম্বর অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে এ বিষয়ে একটি চিঠি দিয়েছেন আইডিআরএর পরিচালক মো. শাহ আলম।
ওই চিঠিতে বলা হয়, 'অডিট ফার্মের জমা দেওয়া অন্তর্বর্তীকালীন প্রতিবেদন পর্যালোচনায় দেখা গেছে, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স তহবিল আত্মসাৎ, দুর্নীতি, রাজস্ব ফাঁকি ও অব্যবস্থাপনা কারণে ৩ হাজার ৬৮৭ কোটি টাকা ক্ষতির সম্মুখীন হয়েছে।'
প্রতিবেদনে মানি লন্ডারিংয়ের মতো ঘটনার কথাও উল্লেখ করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।