অবৈধ ভিওআইপি: টেলিটক-রবি-গ্রামীণফোন-বাংলালিংককে ৭ কোটি ৬৫ লাখ টাকা জরিমানা

By স্টার অনলাইন রিপোর্ট

অবৈধ ভিওআইপির (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) কাজে সিম ব্যবহার হওয়ায় চার মোবাইল অপারেটরকে মোট ৭ কোটি ৬৫ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

এর মধ্যে রাষ্ট্রায়ত্ত মোবাইল-ফোন অপারেটর টেলিটককে ৫ কোটি, রবি আজিয়াটাকে ২ কোটি, গ্রামীণফোনকে ৫০ লাখ টাকা এবং বাংলালিংককে ১৫ লাখ টাকা জরিমানা করেছে বিটিআরসি।

বিটিআরসির সচিব মো. নূরুল হাফিজের সই করা এক চিঠিতে এই চার মোবাইল অপারেটরকে ৩০ জুনের মধ্যে জরিমানা পরিশোধের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।  

গত ৭ জুন অপারেটরদের কাছে পাঠানো ওই চিঠির একটি কপি দ্য ডেইলি স্টারের হাতে পৌঁছেছে।

বিটিআরসি সূত্রে জানা গেছে, আইন প্রয়োগকারী সংস্থা বিটিআরসির সহযোগিতায় বিভিন্ন অভিযানে ২০১৮ ও ২০১৯ সালে দেশের বিভিন্ন স্থান থেকে ভিওআইপি সরঞ্জামসহ বিভিন্ন অপারেটরের ৫২ হাজার ৩৪৪টি সিম কার্ড জব্দ করেছে।

প্রাথমিকভাবে জরিমানার পরিমাণ ছিল ২৬ কোটি ৬ লাখ টাকা।

গত এপ্রিলে শুনানি শেষে এবং অপারেটরদের আবেদনের ভিত্তিতে সংশোধনের পর জরিমানার পরিমাণ কমানো হয়।