আজ ভারতে গেছে আরও ১৮ মে. টন ইলিশ

By নিজস্ব প্রতিবেদক, বেনাপোল          

বেনাপোল বন্দর দিয়ে আজ বৃহস্পতিবার রাতে ভারতে ১৮ মেট্রিকটন ইলিশ রপ্তানি হয়েছে। গতকাল রাতে রপ্তানি হয়েছিল ৪ মে.টন। 

বাংলাদেশী ৪টি ট্রাকে করে ইলিশের চালান বেনাপোল বন্দরে পৌঁছালে কাস্টমস ও বেনাপোল মৎস্য অধিদপ্তরের মান নিয়ন্ত্রণ কর্মকর্তারা মাছের নমুনা পরীক্ষা করে রপ্তানির অনুমতি দেন।

রপ্তানি করা প্রতিটি ইলিশের ওজন এক থেকে দেড় কেজি। প্রতি কেজি ইলিশ ১০ মার্কিন ডলার মূল্যে ভারতে রপ্তানি হচ্ছে।          

বেনাপোল মৎস্য অধিদপ্তরের মান নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. ইশতাদুল হক দ্য ডেইলি স্টারকে বলেন, 'ভারতের দুর্গা পূজা উপলক্ষে যে পরিমাণ ইলিশ রপ্তানি করার কথা ছিল তার অবশিষ্ট চালানগুলো বেনাপোল বন্দর দিয়ে রপ্তানি শুরু হয়েছে। ইলিশ রপ্তানির সময়সীমা আগামী ৫ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।'