ইউরোপীয় ৩টি ইলেকট্রনিক্স ব্র্যান্ড এখন ওয়ালটনের
সম্প্রতি ৫০ বছরের পুরনো ৩টি ইউরোপীয় ব্র্যান্ড এসিসি, জানুসি ইলেক্ট্রোমেকানিকা এবং ভার্ডিচার এর স্বত্ব লাভ করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।
আজ বুধবার বাংলাদেশি কোম্পানিটি এ তথ্য জানায়।
ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য অনুসারে, ওয়ালটন একটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় ইনভার্টার ও নন-ইনভার্টার কম্পিটেবল কম্প্রেসার লাইন কিনবে, যার সক্ষমতা বছরে ৩ দশমিক ২ মিলিয়ন ইউনিট।
পরিচালনা পর্ষদ সর্বসম্মতিক্রমে এটি কেনার অনুমোদন দিয়েছে।
পরে ওয়ালটন নিজেদের কম্প্রেসার উৎপাদন ক্ষমতা বছরে ৪ দশমিক ৮ মিলিয়নে উন্নীত করবে বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ।