কর্মস্থলে ফিরতে না পারলে পোশাক শ্রমিকরা চাকরি হারাবেন না: বিজিএমইএ সভাপতি
লকডাউনের কারণে কর্মস্থলে ফিরতে না পারলে কোনো পোশাক শ্রমিক চাকরি হারাবেন না বলে জানিয়েছেন তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।
আজ শনিবার সন্ধ্যায় তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'যারা এর মধ্যে ফিরতে পেরেছেন এবং কারখানার কাছে যারা থাকেন, আমরা তাদের নিয়েই কারখানা চালু করব।'
কারখানা শ্রমিকদের মধ্যে অন্তত অর্ধেক ঈদের ছুটিতে বাড়িতে গেছেন বলে জানান তিনি।
তিনি বলেন, বাকি অর্ধেক গ্রামের বাড়ি যাননি, কারণ তারা কারখানার আশেপাশে বসবাস করেন।
হাসান বলেন, দেশের প্রায় ৪০ শতাংশ পোশাক কারখানা মাওনা, ভালুকা, কাশিমপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ এবং গাজীপুরে অবস্থিত এবং তাদের শ্রমিকরা ওই এলাকাগুলোতেই থাকে।
তিনি বলেন, বাকি শ্রমিকরা গণপরিবহন পুনরায় চালু হলে নিজ নিজ কর্মস্থলে যোগ দেবেন।
দেশের উত্তরাঞ্চলের জেলাগুলো থেকে অধিকাংশ শ্রমিককে গণপরিবহনের অভাবে কর্মস্থলে ফিরে আসতে সমস্যায় পড়তে হবে উল্লেখ করে তিনি জানান, যেসব শ্রমিকরা কর্মস্থলের কাছাকাছি আছেন তাদের দিয়েই বিজিএমইএর অধীনের কারখানাগুলোতে উৎপাদন শুরুর নির্দেশ দেওয়া হয়েছে।