কাঁচামালের দাম কমায় এপেক্সের মুনাফা বেড়েছে প্রায় ৫০ শতাংশ
দেশের অন্যতম বৃহৎ জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান এপেক্স ফুটওয়্যারের মুনাফা চলতি অর্থ বছরের ৯ মাসে প্রায় ৫০ শতাংশ বেড়েছে। প্রধানত কাঁচামালের দাম কমে যাওয়ায় এ মুনাফা অর্জন সম্ভব হয়েছে।
প্রতিষ্ঠানটির বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালের জুলাই থেকে ২০২২ সালের মার্চ পর্যন্ত সময়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত এ কোম্পানির মুনাফা হয়েছে ৭ দশমিক ৯০ কোটি টাকা। আগের বছরের একই সময়ে মুনাফা ছিল ৫ দশমিক ২৬ কোটি টাকা।
তবে, একই সময়ে এপেক্স বিক্রি ৯ শতাংশ কমে ৮৪৯ কোটি টাকায় দাঁড়িয়েছে। এক বছর আগে এটি ছিল ৯৩৫ কোটি টাকা।
৯ মাসে প্রতিষ্ঠানটির পরিচালন ব্যয়ও ৪ দশমিক ৯ শতাংশ বেড়ে ১৯২ কোটি টাকায় উন্নীত হয়েছে।
তবে এই ৯ মাসে বিক্রির ৭০ দশমিক ৫ শতাংশই ব্যয় করতে হয়েছে কাঁচামালের পেছনে। যেখানে আগের বছরে কাঁচামালের পেছনে ব্যয় করতে হয়েছিল ৭৪ দশমিক ৬ শতাংশ।
আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে এপেক্স ফুটওয়্যারের শেয়ার ২৯৪ টাকায় লেনদেন হয়েছে।
