‘কাঁচামাল আমদানিতে কর অব্যাহতি দিলে ইস্পাতের দাম কিছুটা নিয়ন্ত্রণে আসবে’

By নিজস্ব সংবাদদাতা, চট্টগ্রাম

ইস্পাত শিল্পের কাঁচামাল আমদানিতে কর অব্যাহতি দিলে দাম কিছুটা নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন, জিপিএইচ ইস্পাত কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গির আলম। এ ছাড়া তিনি বলেন, এমন পরিস্থিতিতে সরকারের মনিটরিং বাড়ানোর পাশাপাশি সরবরাহ চেইন ঠিক রাখতে হবে।

বুধবার চট্টগ্রামের কুমিরায় অবস্থিত জিপিএইচ ইস্পাতের নতুন প্ল্যান্টে এক মতবিনিময় সভায় দেশের বাজারে রডের দাম বৃদ্ধি প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

জাহাঙ্গির আলম বলেন, 'স্টিল তৈরিতে দেশের অন্যতম প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী স্টিলের গুণগত মান নিশ্চত করেই দেশের একমাত্র কোয়ান্টাম প্রযুক্তির স্টিল প্রস্তুত ও বিপণন করছে।'

তিনি আরও বলেন, দেশের কাঠামোগত উন্নয়ন এজেন্ডা বাস্তবায়নে ভোক্তাদের বিশ্ব মানসম্পন্ন স্টিল সরবরাহের জন্য জিপিএইচ ইস্পাত বিশ্বসেরা প্রযুক্তি দিয়ে কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেস ও উইনলিংক প্রযুক্তির নতুন প্ল্যান্ট স্থাপন করেছে। ক্রেতাদের সন্তুষ্টির বিষয়টি মাথায় রেখেই নতুন এই প্রযুক্তি স্থাপন করা হয়েছে। এই প্রযুক্তি এশিয়ায় প্রথম এবং বিশ্বের মধ্যে মেক্সিকোতেই শুধু ব্যবহার করা হচ্ছে। 

বিশ্বের বুকে বাংলাদেশকে নতুন করে পরিচয় করিয়ে দিতে কাজ করছেন উল্লেখ করে মোহাম্মদ জাহাঙ্গির আলম বলেন, দেশীয় ইস্পাত শিল্পকে উত্তরোত্তর প্রযুক্তিগত উৎকর্ষতায় এগিয়ে নিতে চায় জিপিএইচ ইস্পাত। 

গত বছর অতিমারির সময় জিপিএইচ ইস্পাত সম্প্রসারিত প্ল্যান্ট থেকে উন্নত কোয়ালিটির প্রায় এক লাখ ২০ হাজার মেট্রিক টন এমএস বিলেটের ৫টি চালান চীনে রপ্তানি করেছে।  

মতবিনিময় সভায সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলমাস শিমুল। এর আগে মালিক পক্ষ জিপিএইচ ইস্পাতের নতুন প্ল্যান্ট ঘুরে দেখান সাংবাদিকদের।