কুমিল্লায় ২৫০ একরের ইকোনমিক জোনের লাইসেন্স পেল মেঘনা গ্রুপ

By স্টার অনলাইন রিপোর্ট

কুমিল্লা ইকোনমিক জোনকে চূড়ান্ত লাইসেন্স দিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মেঘনা উপজেলায় ২৫০ একর জমিতে এই অর্থনৈতিক অঞ্চল তৈরি করবে মেঘনা গ্রুপ।

লাইসেন্স দেওয়া উপলক্ষে রোববার ঢাকায় একটি হোটেলে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোস্তফা কামাল।

কুমিল্লা ইকোনমিক জোন কর্তৃপক্ষ জানায়, এখানে ২ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ হবে। পরবর্তীতে এর আয়তন ৩৫০ একরে উন্নীত করা হবে।

এখানে প্রায় ৫০ হাজার লোকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে জানায় মেঘনা গ্রুপ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেজা জানায়, অর্থনৈতিক অঞ্চলটিকে স্বয়ংসম্পূর্ণ করে গড়ে তুলতে কারখানা, প্রশাসনিক ভবন, পণ্যাগার, লজিস্টিক এলাকা, পানি ও বর্জ্য শোধনাগার, সড়ক ও অন্যান্য প্রয়োজনীয় স্থাপনা গড়ে তোলা হবে।

এছাড়াও এখানে সবুজায়ন, স্বাস্থ্য সেবা এবং প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করা হবে।

পরিবেশের ওপর যেন কোনো ক্ষতিকর প্রভাব না পরে, সেজন্য পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করা হবে।

এটি হবে দেশের ১২তম বেসরকারি অর্থনৈতিক অঞ্চল।