এবার বেসরকারি কনটেইনার ডিপোর সার্ভিস চার্জ বাড়ল ২৩ শতাংশ

By স্টার অনলাইন রিপোর্ট

ডিজেলের মূল্যবৃদ্ধির কারণ দেখিয়ে বেসরকারি ইনল্যান্ড কনটেইনার ডিপোর মালিকরা আমদানি ও রপ্তানি পণ্যের হ্যান্ডলিং খরচ ২৩ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছেন।

বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন সিকদার জানান, জ্বালানি খরচ বেড়ে যাওয়ায় এর সঙ্গে সমন্বয় করে বিভিন্ন চার্জ বাড়ানো হয়েছে। মঙ্গলবার বিকেলে অ্যাসোসিয়েশনের সদস্যদের ভার্চুয়াল বৈঠক করে এই সিদ্ধান্ত নিয়েছেন।

সরকার যেদিন ডিজেলের দাম বাড়িয়েছে সেদিন অর্থাৎ ৪ নভেম্বর থেকে পাঁচ ধরনের সেবার ক্ষেত্রে বাড়তি চার্জ প্রযোজ্য হবে। এগুলো হলো বন্দর ও ডিপোর মধ্যে কনটেইনার পরিবহন। লিফট-অন/লিফট-অফ, এক্সপোর্ট স্টাফিং প্যাকেজ, ইমপোর্ট হ্যান্ডলিং প্যাকেজ এবং ভিজিএম চার্জ।

অ্যাসোসিয়েশনের সভাপতি নুরুল কাইয়ুম খান দ্য ডেইলি স্টারকে বলেন, ডিজেলের মূল্যবৃদ্ধিতে আমাদের আর্থিক দুরাবস্থা আরও খারাপ হয়েছে। এ কারণে আমরা বাড়তি জ্বালানি খরচের সঙ্গে সমন্বয় করে চার্জ বাড়াতে বাধ্য হয়েছি।