দারিদ্র্য হার অপরিবর্তিত ২০ দশমিক ৫ শতাংশই আছে: পরিকল্পনামন্ত্রী

By স্টার অনলাইন রিপোর্ট

দেশে দারিদ্র্যের হার বাড়েনি এবং তা আগের মতো ২০ দশমিক ৫ শতাংশেই রয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি আজ মঙ্গলবার এসব কথা বলেন।

তিনি বলেন, 'যদিও অনেক বেসরকারি সংস্থা, তাদের নিজস্ব হিসাব অনুযায়ী, মনে করে যে দারিদ্র্যের হার বেশি, আমরা সেই বিতর্কে জড়াব না।'

দারিদ্র্যের হার নিয়ে সরকারও একটি হিসাব করছে জানিয়ে মন্ত্রী বলেন, তারা সঠিক সময়ে গণমাধ্যমকে বিষয়টি জানাবেন।

মান্নান বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) নতুন হিসাব অনুযায়ী দেশের মোট দেশজ উৎপাদনের আকার এখন ৪১১ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

তিনি বলেন, বিবিএস কর্তৃক গৃহীত নতুন ভিত্তি বছরের জন্য জিডিপির আকার প্রসারিত হয়েছে।

আগের ভিত্তি বছর ২০০৫-০৬ থেকে ২০১৫-১৬ এ ভিত্তি বছর পরিবর্তনের কারণে, অর্থনীতিতে অনেক নতুন ধরনের ব্যবসা এবং পণ্য অন্তর্ভুক্ত করা হয়েছে যা জিডিপির আকারকে প্রসারিত করেছে, তিনি বলেছিলেন।

মান্নান বলেন, যেহেতু জিডিপির আকার প্রসারিত হয়েছে সেইসাথে মাথাপিছু আয় বৃদ্ধির সাথে উৎপাদনের পরিমাণ বেড়েছে যা এখন ২৫৫৪ ডলারে উন্নীত হয়েছে।

বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৫০ বিলিয়ন ডলারের কাছাকাছি জানিয়ে মন্ত্রী বলেন, সাক্ষরতার হার ৭৫ দশমিক ২ শতাংশে পৌঁছেছে।