নিরাপত্তা ঝুঁকিতে সীতাকুণ্ডের ১ শিপব্রেকিং ইয়ার্ডকে জাহাজ আমদানিতে নিষেধাজ্ঞা
নিরাপত্তাজনিত কারণে চলতি বছরের সেপ্টেম্বরে এক শ্রমিক নিহত হওয়ার পর খাজা শিপব্রেকিং ইয়ার্ডের জাহাজ আমদানিতে ৪ মাসের নিষেধাজ্ঞা দিয়েছে শিল্প মন্ত্রণালয়।
এছাড়া সীতাকুণ্ডের এই জাহাজ ভাঙা ইয়ার্ডকে স্থানীয়ভাবে জাহাজ সোর্সিং থেকে বিরত থাকতে বলা হয়েছে এবং ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
২৯ সেপ্টেম্বর ওই ইয়ার্ডে দুর্ঘটনায় এক শ্রমিক মারা যাওয়ার পর ১৬ নভেম্বর শিল্প মন্ত্রণালয় এ ব্যবস্থা নেয়।
শিল্প মন্ত্রণালয়ের উপসচিব (জাহাজ পুনর্ব্যবহারকারী) মিজানুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'সেপ্টেম্বরে একটি দুর্ঘটনার পর পরিদর্শনে গিয়ে ইয়ার্ডে নিরাপত্তার ত্রুটি পাওয়া গেছে। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে শ্রম আইন মেনে চলার ওপর জোর দিতে আমরা এই ব্যবস্থা নিয়েছি।'