পণ্য ছাড়করণ নিয়ে ব্যবসায়ীদের ঢালাও অভিযোগ সঠিক নয়: এনবিআর চেয়ারম্যান

By স্টার অনলাইন রিপোর্ট

পণ্য ছাড়করণ নিয়ে ব্যবসায়ীরা ঢালাওভাবে যে অভিযোগ করে থাকেন সেটা সঠিক নয় বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে আজ মঙ্গলবার সকালে জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, 'কোনো অভিযোগ থাকলে সেটা সুনির্দিষ্টভাবে লিখিত দিতে হবে। তাহলেই সে সব সমস্যার সমাধান করা সম্ভব। শুধু মুখে মুখে অভিযোগের কথা বললে তো আর হবে না।'
 
২৬ জানুয়ারি ১৮৩টি দেশের মতো বাংলাদেশও সদস্য দেশ হিসেবে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালন করবে।

এবারের কাস্টমস দিবসের মূল প্রতিপাদ্য হলো- 'তথ্য সংস্কৃতি বিকাশ এবং তথ্য ইকোসিস্টেম বিনির্মাণের মাধ্যমে ডিজিটাল কাস্টমসের সম্প্রসারণ।'

সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান জানান, গত অর্থবছরে মোট রাজস্বের মধ্যে ৭৭ হাজার ১৫০ কোটি টাকা এবং চলতি অর্থবছরের ডিসেম্বর পর্যন্ত মোট রাজস্বের ৪১ হাজার ১৯৪ কোটি টাকা আদায় করেছে কাস্টমস। 

তিনি বলেন, 'যা গত অর্থ বছরের তুলনায় ২২ দশমিক ৪৪ শতাংশ প্রবৃদ্ধি।'

আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, 'কাস্টম গ্রাজুয়েশন করলে কী ধরনের সমস্যা হতে পারে সেটা আমাদের মাথায় রয়েছে। বাংলাদেশ এবং বাণিজ্যকে কীভাবে এগিয়ে নেওয়া যায়, সেসব নিয়েই আমরা কাজ করছি।' 

প্রতিটি সেক্টরে আমাদের কী কী চ্যালেঞ্জ আসবে সে সব মাথায় রয়েছে, বলেও যোগ করেন তিনি।

চেয়ারম্যান আরও বলেন, 'কাস্টমখাতের উন্নয়নে নতুন নতুন গ্রাজুয়েশন করা হচ্ছে। এসআইকোডা সিস্টেম উন্নত করা হচ্ছে। এটা হলে পণ্য আমদানি পর্যায়ে কিছু সমস্যা রয়েছে সেটা দূর হবে।'