পর্যটন, কৃষি, জাহাজনির্মাণে বাংলাদেশি বিনিয়োগ চায় শ্রীলঙ্কা

By স্টার অনলাইন রিপোর্ট

পর্যটন, কৃষি, জাহাজনির্মাণ ও লজিস্টিক খাতে বাংলাদেশি উদ্যোক্তাদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার সুদর্শন সেনেভিরত্নে। আজ ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) সভাপতি রিজওয়ান রাহমানের সঙ্গে সাক্ষাৎ করে তিনি এই আহ্বান জানান।

ডিসিসিআই গুলশান সেন্টারে অনুষ্ঠিত বৈঠকে তিনি তথ্য-প্রযুক্তি, আউটসোর্সিং, সমুদ্র অর্থনীতি, পর্যটন এবং ইঞ্জিনিয়ারিং খাতে যৌথ বিনিয়োগের প্রস্তাব দেন।

শ্রীলঙ্কার হাইকমিশনার বলেন, বাংলাদেশের সমুদ্র অর্থনীতি ও পর্যটন খাত অত্যন্ত সম্ভাবনাময় এবং এই দুই খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে শ্রীলঙ্কার অভিজ্ঞতা কাজে লাগাতে পারে বাংলাদেশ।

সেনেভিরত্নে বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি স্বাক্ষরের জন্য কাজ চলছে। অল্প সময়ের দুদেশ পিটিএ স্বাক্ষর করবে, যা ভবিষ্যতে এফটিএ স্বাক্ষরের সম্ভাবনা তৈরি হবে।

তার আশা, আগামী ৫ বছরে দ্বিপাক্ষিক বাণিজ্য ১ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হবে।

ডিসিসিআই সভাপতি রিজওয়ান রাহমান বলেন, বাংলাদেশের সেবা এবং উৎপাদন খাত বিদেশি বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত সম্ভাবনাময়। শ্রীলঙ্কার উদ্যোক্তারা বাংলাদেশে বিনিয়োগে এগিয়ে আসতে পারেন।

তিনি জানান, ২০২০-২১ অর্থবছরে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল ১৬৫.০৪ মিলিয়ন মার্কিন ডলার, যেখানে বাংলাদেশের আমদানি-রপ্তানির পরিমাণ ছিল যথাক্রমে ১১৭.৭২ এবং ৪৭.৩২ মিলিয়ন মার্কিন ডলার।

বাংলাদেশ মূলত ঔষধ, তৈরি পোশাক এবং কৃষিকাজে ব্যবহৃত বীজ প্রভৃতি পণ্য শ্রীলঙ্কায় রপ্তানি করে, বিপরীতে মেশিনারিজ, টেক্সটাইল পণ্য, কেমিক্যাল, খনিজ পদার্থ প্রভৃতি পণ্য আমদানি করে থাকে।