প্রণোদনা পেতে পণ্য রপ্তানিতে অনিয়ম, চট্টগ্রাম বন্দরে চালান আটক
নারায়ণগঞ্জের রপ্তানিকারক প্রতিষ্ঠান 'সাগর জুট ডাইভারসিফায়েড ইন্ডাস্ট্রিজের' একটি চালান আটক করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস।
তাদের বিরুদ্ধে অভিযোগ, রপ্তানি করা পণ্যের চেয়ে ঘোষিত পণ্যের মূল্যমান ১৬ গুণ বেশি।
প্রতিষ্ঠানটি ৪ কোটি ৭ লাখ টাকার পাটজাত পণ্য রপ্তানির ঘোষণা দিলেও চালানে মাত্র ২৫ লাখ টাকার পণ্য পাওয়া গেছে।
কাস্টমসের ধারণা, প্রতিষ্ঠানটি এই চালান রপ্তানি করে জালিয়াতির মাধ্যমে ৭৬ লাখ টাকার সরকারি প্রণোদনা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করছিল।
বাংলাদেশ ব্যাংকের একটি প্রজ্ঞাপন অনুযায়ী, মোট ৪২টি পণ্য ও খাতকে ২০ শতাংশ রপ্তানি প্রণোদনার আওতায় রাখা হয়েছে। ফলে পাটজাত পণ্যের রপ্তানি থেকে ২০ শতাংশ প্রণোদনা পেতো প্রতিষ্ঠানটি। তবে পণ্য না পাঠিয়েই এ প্রণোদনা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে সাগর জুট ডাইভারসিফায়েড ইন্ডাস্ট্রিজ।
কাস্টমস কর্মকর্তারা জানান, আজ বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দর ছেড়ে যাওয়ার আগ মুহূর্তে এই চালানটি তারা আটক করেন।
চট্টগ্রাম কাস্টমস হাউসের উপকমিশনার মো. আহসান উল্লাহ বলেন, 'আমরা এখন (এই প্রতিষ্ঠানের) আগের সব রপ্তানির বিস্তারিত তালিকা সংগ্রহ করছি।'
তিনি দ্য ডেইলি স্টারকে আরও বলেন, 'এই রপ্তানিকারক প্রায় ৮২ হাজার পাটজাত পণ্য রপ্তানির ঘোষণা দিলেও চালানে আমরা মাত্র ৩০ হাজার পণ্য খুঁজে পেয়েছি। শিগগির এ অভিযোগে তাদের বিরুদ্ধে একটি বিভাগীয় মামলা দায়ের করা হবে।'
'আগেও এ ধরনের কোনো অনিয়ম ঘটেছে কী না, সেটাও তদন্ত করে দেখা হবে', যোগ করেন তিনি।