ডিজেল ও কেরোসিনের দাম লিটারে বেড়েছে ১৫ টাকা

By স্টার অনলাইন রিপোর্ট

লিটার প্রতি ১৫ টাকা বাড়ানো হয়েছে ডিজেল ও কেরোসিনের দাম। এখন থেকে প্রতি লিটার কেরোসিন ও ডিজেল বিক্রি হবে ৮০ টাকা করে। 

বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের একটি গেজেটে এই তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের উপসচিব শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন স্বাক্ষরিত গেজেট অনুযায়ী, মধ্যরাত থেকে নতুন মূল্য কার্যকর হবে।

এর আগে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন বিক্রি হতো ৬৫ টাকা করে।