বিকল্প ৫ উৎস থেকে গম আমদানির চেষ্টা চলছে: বাণিজ্যমন্ত্রী

By স্টার অনলাইন রিপোর্ট

সরকার ৫টি বিকল্প উৎস থেকে গম আমদানির চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

আজ সোমবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকেও আমরা গম আমদানির উদ্যোগ নেব।

ভারত গম রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপের পরিপ্রেক্ষিতে সরকার কী উদ্যোগ নিয়েছে, অনুষ্ঠানে এ প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

টিপু মুনশি বলেন, 'সরকার জুন থেকে দারিদ্র্যসীমার নিচে থাকা এক কোটি পরিবারের কাছে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি শুরু করবে।'

তিনি আরও জানান, ব্যবসায়ীদের বিশ্বাস করা ভুল ছিল। এ থেকে একটি মূল্যবান শিক্ষা পাওয়া গেছে, যা ভবিষ্যতে সহায়তা করবে।

বাজারকে অস্থিতিশীলতার হাত থেকে রক্ষা করতে অবৈধ মজুতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না উল্লেখ করে তিনি বাণিজ্যমন্ত্রী বলেন, 'দেখা গেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হলে তারা বিক্রি বন্ধ করে দেন।'