বিশ্বব্যাপী কাঁচামালের দাম বৃদ্ধিতে ওয়ালটনের মুনাফা কমেছে
বিশ্বব্যাপী কাঁচামাল সংকট ও উচ্চ শিপিং চার্জের কারণে ২০২২ সালের জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যকার সময়ে ওয়ালটনের মুনাফা কমেছে।
২০২১-২২ সালের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ১২ টাকা ৩৪ পয়সায় নেমে এসেছে, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১২ টাকা ৯২ পয়সা।
২০২১ সালের জুলাই থেকে ২০২২ সালের মার্চ পর্যন্ত ৯ মাসে স্থানীয় ইলেকট্রনিক্স, ইলেকট্রিক ও হোম অ্যাপ্লায়েন্স নির্মাতা এ প্রতিষ্ঠানের ইপিএস প্রায় ২১ শতাংশ কমে ২৭ টাকা ৭ পয়সায় নেমে এসেছে, যা আগের বছরের একই সময়ে ছিল ৩৪ টাকা ২৬ পয়সা টাকা।
আজ শনিবার ওয়ালটনের পরিচালনা পর্ষদ বোর্ড সভায় এ ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়েছে।
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের কোম্পানি সেক্রেটারি মো. রফিকুল ইসলাম বলেন, 'বৈশ্বিক কাঁচামালের বাজার একটি চ্যালেঞ্জিং সময়ের মুখোমুখি হওয়ায় এবং এগুলোর দাম বেড়ে যাওয়ায় তৃতীয় প্রান্তিকে মুনাফা কমেছে।'
তিনি আরও বলেন, 'সাম্প্রতিক মাসগুলোতে শিপিং খরচও বেড়েছে, তাই আমাদের খরচ বেড়েছে। তবে, জানুয়ারি পর্যন্ত পণ্যের দাম বাড়ানো হয়নি।'
'কাঁচামালের দাম বৃদ্ধির কারণে ওয়ালটন ইতোমধ্যে তৈরি পণ্যের দাম বাড়িয়েছে। তাই তৃতীয় প্রান্তিকে মুনাফা পতনের গতি কমেছে এবং আগামী প্রান্তিকে এর প্রভাব আরও ভালোভাবে দেখা যাবে,' বলে যোগ করেন তিনি।