ভোজ্যতেল আমদানির ভ্যাট কমে ৫ শতাংশ

By স্টার অনলাইন রিপোর্ট

ভোজ্যতেল আমদানিতে মূল্য সংযোজন কর (ভ্যাট) ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এর আগে পরিশোধন ও বিপণন পর্যায়ে ১৫ শতাংশ ও ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের পর আজ বুধবার  সয়াবিন তেল ও পাম তেলের আমদানির ওপর ভ্যাট কমানো হলো।

এর ফলে এখন থেকে পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন তেল এবং অপরিশোধিত ও পরিশোধিত পাম ওয়েল আমদানিতে আমদানিকারকদের ৫ শতাংশের বেশি ভ্যাট দেওয়া লাগবে না।

বুধবার অর্থ মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি গেজেট প্রকাশ করেছে।

অবিলম্বে এ আদেশ কার্যকর হবে এবং চলতি বছরের ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে বলে এতে উল্লেখ করা হয়।

আন্তর্জাতিক বাজারের কথা বলে ব্যবসায়ীরা নিত্যপ্রয়োজনীয় পণ্যের মধ্যে ভোজ্যতেলের দাম বাড়াতে থাকে। আসন্ন রমজান মাসের আগে বর্ধিত চাহিদাকে পুঁজি করে মোটা লাভের উদ্দেশে ব্যবসায়ীদের একটি অংশ ভোজ্যতেল মজুদ শুরু করে।

ভ্যাট কমানো প্রসঙ্গে টিকে গ্রুপের ফাইন্যান্স অ্যান্ড অপারেশনস ডিরেক্টর মো. শফিউল তসলিম দ্য ডেইলি স্টারকে বলেন, 'ভ্যাট কমানোর প্রভাব খোলা তেলে আগামীকাল থেকে বোঝা যাবে। আগামী ৩ দিন অফিস বন্ধ থাকায় বোতলজাত তেলের ক্ষেত্রে গ্রাহকদের রোববার সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে।'

বাংলাদেশের ট্রেডিং করপোরেশনের তথ্য অনুযায়ী, ঢাকা শহরের বাজারগুলোতে খুচরা বিক্রেতারা আজ প্রতি লিটার সয়াবিন তেল ১৬৫-১৭০ টাকায় বিক্রি করেছে।