রপ্তানি আয় বেড়েছে ৩৩ শতাংশ
আগের বছরের তুলনায় চলতি অর্থবছরের জুলাই-মার্চ মাসে রপ্তানি আয় বেড়েছে ৩৩ দশমিক ৪ শতাংশ। এই সময়ের মধ্যে রপ্তানি আয় এসেছে ৩৮ দশমিক ৬ বিলিয়ন ডলার।
মূলত তৈরি পোশাকসহ দেশে উত্পাদিত পণ্য এই রপ্তানি আয়ে ভূমিকা রেখেছে। ফলে আমদানির চাপের মাঝেও দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সস্থির পর্যায়ে রয়েছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী, জুলাই থেকে মার্চ মাসের মধ্যে তৈরি পোশাক উদ্যোক্তারা রপ্তানি আয় করেছেন ৩১ দশমিক ৪২ বিলিয়ন ডলার। এই আয় আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৩৩ শতাংশ বেশি।
এ ছাড়াও, হোম টেক্সটাইল, চামড়া, চামড়াজাত পণ্য, জুতা ও প্রকৌশল পণ্য রপ্তানি আয়ে ভূমিকা রেখেছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর জানায়, চলতি অর্থবছরের জুলাই-মার্চ সময়ের মধ্যে কাঁচা পাট রপ্তানিকারকরা মুনাফা করতে পারলেও বিপরীত অবস্থায় রয়েছেন পাটজাত পণ্য রপ্তানিকারকরা।