রিজওয়ান রাহমান ঢাকা চেম্বারের সভাপতি পুনর্নির্বাচিত

By স্টার অনলাইন রিপোর্ট

ইটিবিএল সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান রাহমান ২০২২ সালের জন্য ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া, ঢাকা চেম্বারের উর্ধ্বতন সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আরমান হক। সহ-সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন মনোয়ার হোসেন।

আজ বুধবার ডিসিসিআই মিলনায়তনে অনুষ্ঠিত ডিসিসিআই'র ৬০তম বার্ষিক সাধারণ সভায় রিজওয়ান রাহমানকে আনুষ্ঠানিকভাবে সভাপতি ঘোষণা করা হয় এবং চেম্বারের দায়িত্বভার দেওয়া হয়।

ঢাকা চেম্বারের নবনির্বাচিত পরিচালকরা হলেন- মালিক তালহা ইসমাইল বারী, মো. আব্দুল মান্নান, মো. হাবিব উল্লাহ তুহিন, মো. জুনায়েদ ইবনে আলী, সামির সাত্তার ও এস এম গোলাম ফারুক আলমগীর।   

ঢাকা চেম্বারের পুনর্নির্বাচিত সভাপতি রিজওয়ান রাহমান তার বহুমাত্রিক ব্যবসায়িক ক্যারিয়ারে ইটিবিএল হোল্ডিংস লিমিটেডের বিভিন্ন শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া, তিনি ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং ইংরেজি দৈনিক 'দি ফিন্যান্সিয়াল এক্সপ্রেসে'র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।