সিএমজেএফের সেরা প্রতিবেদকের পুরস্কার পেলেন ডেইলি স্টারের আহসান হাবিব

By স্টার অনলাইন রিপোর্ট

ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) প্রিন্ট মিডিয়া বিভাগে সেরা প্রতিবেদন-২০২১ এর পুরস্কার জিতেছেন ডেইলি স্টারের সাংবাদিক আহসান হাবিব।

গত বছরের ৩ মার্চ দ্য ডেইলি স্টারে প্রকাশিত 'Walton has great prospects. But question hang over its IPO Prospectus' প্রতিবেদনের জন্য এই পুরস্কার পেয়েছেন।

ফোরাম প্রিন্ট, অনলাইন এবং ইলেকট্রনিক মিডিয়া এই ৩টি বিভাগে সেরা প্রতিবেদনের পুরষ্কার দিয়ে থাকে।

আজ রাজধানীর ওয়েস্টিনে এক অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে ক্রেস্ট ও সনদ তুলে দেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়েত উল ইসলাম।

জাগো নিউজের স্টাফ রিপোর্টার সাঈদ শিপন অনলাইন বিভাগে এবং যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আলমগীর হোসেন ইলেকট্রনিক বিভাগে এই পুরস্কার জিতেছেন।

বিএসইসির সাবেক কমিশনার অধ্যাপক স্বপন কুমার বালা জুরি বোর্ডের চেয়ারম্যান ছিলেন। এছাড়াও, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ হেলাল উদ্দিন এবং ফিনান্সিয়াল এক্সপ্রেসের পরিকল্পনা সম্পাদক আসজাদুল কিবরিয়া এবারের জুরি বোর্ডে ছিলেন।