হলমার্ক দেখে সোনার গহনা কিনুন: বাজুস

By স্টার অনলাইন রিপোর্ট

হলমার্ক দেখে মানসম্মত সোনার গহনা কিনতে ক্রেতাদের প্রতি আহবান জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।

আজ বুধবার রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে বাজুস স্ট্যান্ডিং কমিটির সভায় বক্তারা একথা বলেন।

সভায় বাজুসের সাবেক সভাপতি এম এ ওয়াদুদ খান বলেন, দেশে যেসব সোনার মান পরীক্ষা করার ল্যাব রয়েছে, তা আরও আধুনিকায়ন করতে হবে। হলমার্ক ছাড়া সোনার গহনা বিক্রি করা যাবে না।

বক্তারা বলেন, যারা নিন্মমানের সোনার গহনা বিক্রি করছে, তাদের নজরদারি করতে হবে। নিম্নমানের সোনার গহনা তৈরির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে।