২ দিনব্যাপী ষষ্ঠ বাংলাদেশ রিটেইল কংগ্রেস অনুষ্ঠিত

By স্টার অনলাইন রিপোর্ট

বাংলাদেশ ব্রান্ড ফোরামের আয়োজনে ভার্চুয়ালি ষষ্ঠ বাংলাদেশ রিটেইল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। রিটেইল কংগ্রেস এবারের থিম ছিল 'ডিসাইনিং দ্য ফিউচার অব রিটেইল'।

গত ২২ এবং ২৩ অক্টোবর ২ দিনব্যাপী এই আয়োজনে এবারই প্রথম বাংলাদেশ রিটেইল এওয়ার্ডস-২০২১ দেওয়া হয়েছে। ২৬টি বিজয়ী এবং ১৪টি বিশেষ সম্মাননাসহ ১৬টি ক্যাটাগরিতে এই পুরষ্কার দেওয়া হয়েছে।

স্বপ্নের পরিবেশনা এবং এপেক্সের পৃষ্ঠপোষকতা এবং দ্য ডেইলি স্টারের সহযোগিতায় ষষ্ঠ বাংলাদেশ রিটেইল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম বলেন, 'মহামারি বর্তমান রিটেইল খাতে নতুন মাত্রা যোগ করেছে, এবং আমরা ধীরে ধীরে পরিবর্তনশীল হয়ে উঠছি। ফলে একটি সম্পূর্ণ নতুন চাহিদার উপলব্ধি থেকে বর্তমান রিটেইল খাত সামঞ্জস্যতা আনছে।'

ষষ্ঠ বাংলাদেশ রিটেইল কংগ্রেস 'ডিসাইনিং দ্য ফিউচার অফ রিটেইল' ৫টি কিনোট সেশনের আয়োজন করে। এছাড়া, কংগ্রেসে রিটেল শিল্পের বৈশিষ্ট্য নিয়ে ৪টি বিচক্ষণ প্যানেলের আলোচনা হয়েছিল।

বাংলাদেশ রিটেল কংগ্রেসের ৬ষ্ঠ সংস্করণ ২টি কেস স্টাডি সেশন এবং দুইটি ইন্সাইট সেশন পরিচালিত হয়।

ষষ্ঠ বাংলাদেশ রিটেইল কংগ্রেসে বাংলাদেশ রিটেইলস অ্যাওয়ার্ড-২০২১ দেওয়া হয়। ডিজিটাল সময়ে রিটেইল খাতের আধুনিকায়নে অবদান রাখা প্রতিষ্ঠান ও উদ্যোগসমূহকে ১৬টি বিভাগে সম্মানিত করেছে। অ্যাওয়ার্ডের আয়োজনে নলেজ পার্টনার ছিল- মার্কেটিং সোসাইটি অব বাংলাদেশ (সিএমবি), পিআর পার্টনার ব্যাকপেইজ পিআর, এবং টেকনোলোজি পার্টনার আমরা টেকনোলজি লিমিটেড।