অস্কারে যাচ্ছে গাজী রাকায়েতের ‘দ্য গ্রেভ’
গাজী রাকায়েত পরিচালিত বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য ইংরেজি সিনেমা দ্য গ্রেভ অস্কারে যাচ্ছে। অস্কারের ৯৪তম আসরের সাধারণ বিভাগে প্রতিযোগিতা করবে এ সিনেমাটি।
গতকাল বৃহস্পতিবার রাতে গাজী রাকায়েত দ্য ডেইলি স্টারকে খবরটি নিশ্চিত করে বলেছেন, 'অস্কারের সাধারণ বিভাগে প্রথমবারের মতো বাংলাদেশের কোনো সিনেমা প্রতিযোগিতা করতে যাচ্ছে।'
তিনি আরও বলেন, 'দ্য গ্রেভ সিনেমাটির ২টি ভার্সন করেছি। একটি বাংলা ও একটি ইংরেজি। বাংলা ভার্সনের নাম গোর। ইংরেজি ভার্সনের নাম দ্য গ্রেভ। আমার স্বপ্ন ছিল ইংরেজি ভার্সনের সিনেমাটি বিশ্ববাসী দেখবে। এবার সেই চাওয়া পূরণ হতে চলেছে। সত্যি আমি আনন্দিত।'
দ্য গ্রেভ সিনেমাটি পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য, কাহিনী ও সংলাপ করেছেন গাজী রাকায়েত। বিশেষ একটি চরিত্রে অভিনয়ও করেছেন। তার সঙ্গে অভিনয় করেছেন মামুনুর রশীদ, দিলারা জামান, শামীমা তুষ্টি, মৌসুমী হামিদ, সুষমা সরকার।
এ ছাড়া, আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত 'রেহানা মরিয়াম নূর' অস্কারের বেস্ট অস্কার ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে প্রতিযোগিতা করছে।
গাজী রাকায়েত বলেন, 'প্রথমবারের মতো বাংলাদেশের ২টি সিনেমা অস্কারে যাচ্ছে। আমাদের জন্য এটি বড় ঘটনা।'