ইউক্রেনে হামলার প্রতিবাদে রাশিয়ায় ‘ব্যাটম্যান’ মুক্তি স্থগিত

By স্টার অনলাইন ডেস্ক

ইউক্রেনে হামলার প্রতিবাদে রাশিয়ায় চলচ্চিত্র মুক্তি বাতিল করেছে বিশ্বের প্রধান সারির কয়েকটি চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান।

ইতোমধ্যেই মুক্তির অপেক্ষায় থাকা 'দ্য ব্যাটম্যান', 'টার্নিং রেড', 'ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেস' এর মতো ব্যাপক জনপ্রিয় সিনেমাগুলোর রাশিয়ায় মুক্তি স্থগিত হয়েছে।  

রাশিয়ার সিনেমা হলগুলোতে এই সপ্তাহে মুক্তি পাওয়ার কথা ছিল ওয়ার্নার ব্রাদারস এর 'দ্য ব্যাটম্যান'। আশা করা হচ্ছে, এই ছবিটি বছরের সবচেয়ে বেশি ব্যবসাসফল সিনেমাগুলোর মধ্যে থাকবে৷ রাশিয়ান সিনেমা হলগুলোও ব্যাপকভাবে ছবিটি বাজারজাত করছিল। জানা গেছে, রাশিয়ায় ইতোমধ্যেই 'দ্য ব্যাটম্যান' ছবিটির প্রায় ২ লাখ ডলারের অগ্রিম টিকেট বিক্রি হয়েছে।

তবে, ইউক্রেনে হামলার প্রতিবাদ হিসেবে এর মুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে ওয়ার্নার ব্রাদারস।

অন্যদিকে, বিশ্বব্যাপী জনপ্রিয় মার্ভেল সিরিজের ছবি 'ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস' ও 'টার্নিং রেড' এবং 'দ্য ববস বার্গার্স মুভি'র মতো সিনেমাগুলোও রাশিয়ান সিনেমা হলে মুক্তি বাতিল করেছে ওয়াল্ট ডিজনি।