ঋত্বিক সম্মাননা পদক পেলেন জুনায়েদ হালিম ও আবু সাইয়ীদ
চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য উপমহাদেশের কিংবদন্তী চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের জন্মদিনে 'ঋত্বিক সম্মাননা পদক-২০২১' পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের অধ্যাপক জুনায়েদ আহমেদ হালিম ও চলচ্চিত্র নির্মাতা আবু সাইয়ীদ।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঋত্বিক ঘটকের বসতভিটা রাজশাহীর মিয়াপাড়া এলাকায় তার ৯৬তম জন্মদিন উপলক্ষে ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি আয়োজিত অনুষ্ঠানে এই সম্মাননা পদক প্রদান করা হয়েছে।
রাজশাহী ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সভাপতি ডা. এফ এম এ জাহিদের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানটিতে প্রধান অতিথি ছিলেন - রাজশাহীর সমাজসেবী ও নগর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহীন আকতার রেনী। এছাড়া রাজশাহীতে ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জিব কুমার ভাটি, রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জয়া মারিয়া পেরেরা, রাজশাহী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি ড. সাজ্জাদ বকুলসহ আরও অনেকে অনুষ্ঠানে উপস্থিত হন।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। ঋত্বিক ঘটকের জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহীর খেলাঘর আসরের অংশগ্রহণে সংগীত পরিবেশন এবং পরে চলচ্চিত্রাঙ্গনে বিশেষ অবদানের জন্য দুই বিশিষ্ট ব্যক্তির হাতে ঋত্বিক সম্মাননা পদক তুলে দেওয়া হয়েছে।
গত ১০ বছর ধরে রাজশাহীর এই সংগঠনটি এই সম্মাননা দিয়ে আসছে।
এছাড়া ঋত্বিক ঘটকের জন্মদিন উপলক্ষে আজ শুক্রবার থেকে ৩ দিনব্যাপী 'ঋত্বিক চলচ্চিত্র উৎসব' এর আয়োজন করা হয়েছে।